Hare to Whatsapp
ভারী বর্ষণের জন্য ১৮ই জুন সমস্ত সরকারী বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য শিক্ষা দপ্তর
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১৭, : আগরতলা শহরের মানুষের অভিযোগ, পুরানো বড় বড় ড্রেন ছোট করে আন্ডার কভার ড্রেন করতে গিয়ে অবৈজ্ঞানিক বেহাল নিকাশি ব্যবস্থার কারনেই আজ শহরের প্রতিটি এলাকার মানুষ জলবন্দি হয়ে দুর্ভোগের মুখে পড়েছেন। 'স্মার্ট সিটি' বানানোর নামে এই অবৈজ্ঞানিক কাজের ফলে মানুষের দুর্ভোগ আগের তোলনায় তিন গুন বেড়ে গেছে বলে শহরবাসীর অভিযোগ। শহরবাসীর মতে হাজার কোটি টাকা খরচ করে 'স্মার্ট সিটি প্রক্লপ' বাস্তবায়নের আওউটকাম যে শুন্য তা আজ আবারো প্রমানিত হল। আগরতলা শাখা সহ শহরের সব কটি অফিসের কর্মীরা আজ অফিস শেষে প্রায় গলা জল ভেঙ্গে বাড়ী ফিরছেন। লিচুবাগান থেকে শহরের বড়দোয়ালীর এমন সব জায়গায় জল জমেছে যেখানে কোন দিন জল জমেনি।
এদিকে, প্রশাসন থেকে রাজ্যে আরো বন্যার আশঙ্কায় সব জেলা শাসককে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে হাউড়া নদীতে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তর ত্রিপুরা রাজ্যের সব জেলাতে বজ্রপাত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারী করেছে। রাজ্যে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ভারী বর্ষণের জন্য আগামীকাল শনিবার ১৮ইজুন ২০২২ সমস্ত ধরনের সরকারী বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর ।
এদিকে, শহরের উদ্বেগজনক বন্যা পরিস্থিতির মধ্যে বিদ্যুৎহীনতায় জন দুর্ভোগ তীব্র আকার ধারন করেছে। জিবি'র ট্রমা সেন্টারে পর্যন্ত বিদ্যুৎ নেই। জানাগেছে, ইন্দ্রনগরস্থিত ইন্টিগ্রেটেড কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে বসে আগরতলা শহরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।