Hare to Whatsapp

৬২বছরের মধ্যে আগরতলা শহরে রেকর্ড বৃষ্টিপাত, ১৮জুন তারিখেও বেশি পরিমানে বৃষ্টিপাত হতে পারে জানালো ভারত সরকারের আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ১৭, : আজ সকাল ১১টা থেকে খুব বেশি পরিমানে বৃষ্টির কারনে গোটা আগরতলা শহরটিই বন্যার জলে ডুবে যায়। শহরের ওরিয়েন্ট চৌমুহনি, শকুন্তলা রোড, আর.এম.এস চৌমুহনি, গনরাজ চৌমুহনি, আইজি.এম চৌমুহনি ও প্যারাডাইস চৌমুহনি এলাকা সম্পূর্ণ ভাবে জলের তলায় চলে গেছে। এই অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহরের ১৬টি জল নিষ্কাশনী পাম্প মেশিন সহ মোবাইল পাম্প মেশিন গুলাকে চালু রেখেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছেনা।

ভারত সরকারের আবহাওয়া (IMD) দপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত ১৪৫ মিলিমিটার পরিমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত ৬২বছরের মধ্যে যে তিন বার অতি বৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম এবং আগামীকাল ১৮জুন, ২০২২ ইং তারিখেও বেশি পরিমানে বৃষ্টিপাত হতে পারে বলে ভারত সরকারের আবহাওয়া দপ্তর জানিয়েছে।

পুর পরিষদের তরফে জানানো হয়েছে, রাজ্য প্রশাসন এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে মানুষের সাহায্যার্থে শহরের রাস্থায় অনেক গুলো নৌকা নামানো হয়েছে। যেখানে যেখানে মানুষ আটকে পড়েছে সেখানে সেখানে আটকে পড়া মানুষের জন্য খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের সময় নাগরিকদের জরুরি পরিষেবা পৌছে দিতে পশ্চিম ত্রিপুরা জেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের পক্ষ কনট্রোল রুম খোলা হয়েছে। কোথাও গাড়ি আটকে পড়লে, কোথাও মানুষ আটকে পড়লে, জরুরী ভিত্তিতে হাসপাতালে রোগী পৌছানোর জন্য বা রাস্তায় গাছ ভেঙ্গে পড়লে তা সারাইর জন্য সেখানে ১০৭৭ এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে এবং আগরতলা পুর নিগমের ৯৮৬৩২০১৬৬৫ এই ওয়াটআপ নম্বরে মেসেজ পাঠাতে বলা হয়েছে। তখন সমস্যা বোঝে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যুত বিপর্যয় ঘটলে সমস্যা সমাধানে বিদ্যুত দপ্তরের ১৯১২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও বিদ্যুত নিগমের ৯৮৬৩৫৯৬০৮১ এই ওয়াটআপ নম্বরে মেসেজ পাঠাতে পারেন।

আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শহরের সকল নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে যে আগামী দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে, ফলে দুদিন ঘরে থাকার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কর্মরত কর্মীদের সবাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.