Hare to Whatsapp
উপনির্বাচন : ২৩ জুন চারটি বিধানসভা এলাকার অফিস-শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১৭, : রাজ্য সরকারের সাধারণ প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে আগামী ২৩ জুন, ২০২২ (বৃহস্পতিবার) ৬-আগরতলা, ৮-টাউন বড়দোয়ালি, ৪৬-সুরমা (এসসি) এবং ৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভােটারগণ ভােটদান করার জন্য এই চারটি নির্বাচন ক্ষেত্র এলাকার সব সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এই চারটি বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন শিল্প সংস্থার কর্মী, রাজ্য সরকারের অধিনস্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মী এবং ব্যবসা কেন্দ্রের কর্মী বা শ্রমিকগণ তাদের ভােটাধিকার প্রয়ােগের জন্য ঐদিন সবেতন ছুটি পাবেন।
যেসব সরকারি কর্মচারি এই চারটি বিধানসভা কেন্দ্রের ভােটার কিন্তু এই বিধানসভা কেন্দ্রের বাইরে কর্মরত আছেন তারা তাদের ভােটাধিকার প্রয়ােগের জন্য বিশেষ ক্যাজুয়েল লিভ পাবেন। একইভাবে ক্যাজুয়েল অথবা দৈনিক মজুরির কর্মীরাও সবেতন ছুটি পাবেন ভােটাধিকার প্রয়ােগের জন্য।
কোনও ভােটারের অনুপস্থিতি যদি তার কাজের ক্ষেত্রে বিপদ বা ক্ষতি সাধন করে সেক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবেনা বলে সাধারণ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।