Hare to Whatsapp
মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১৫, : নির্বাচন কমিশন ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচনী বিষয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৪৯ জন মাইক্রো অবজার্ভার নিযুক্ত করেছে। ১৪ জুন আগরতলার মুক্তধারা হলে মাইক্রো অবজার্ভারদের একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক ড. পার্থ সারথী মিশ্র, আইএএস বলেন, একটি নির্বাচন পরিচালনায় মাইক্রো অবজার্ভারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমগ্র ভােট প্রক্রিয়া স্বচ্ছতার সাথে রূপায়ণ করতে মাইক্রো অবজার্ভারদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। ভারতের নির্বাচন কমিশন এই লক্ষ্যেই তাদের নিযুক্ত করেছে। ভােট কেন্দ্রগুলিতে ভােটারদের সুষ্ঠুভাবে ভােট প্রদানে যাতে কোন ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখাই মাইক্রো অবজার্ভারদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে ৮- টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক গৌতম মজুমদার, আইএএস বলেন, প্রত্যেক ভােটার যেন তাদের নাগরিক অধিকার পালন করতে পারেন সেটা নিরপেক্ষভাবে দেখার দায়িত্বে রয়েছেন এই মাইক্রো অবজার্ভারগণ। ভারতের নির্বাচন কমিশন তাদের উপর এই গুরুদায়িত্ব অর্পণ করছে। তিনি আশা করেন মাইক্রো অবজার্ভারগন সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করবেন।
প্রশিক্ষণ শিবিরে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্বাচনী গাইডলাইন অনুসারে মাইক্রো অবজার্ভারদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভােট প্রক্রিয়ায় গােপনীয়তা বজায় রাখা, ভােটারদের ভােট প্রদানে কেউ বাধা দিচ্ছে। কিনা বা ভােট কেন্দ্রগুলিতে ভােট প্রক্রিয়া পরিচালনায় কোন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কিনা সেদিকে তারা কঠোরভাবে নজর রাখবেন। এছাড়াও এই প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর মহকুমার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অসীম সাহা, সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বৈজয়ন্ত দাস এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সচিব দেবাশিষ দাস।