Hare to Whatsapp
উপ নির্বাচনে বিজেপি-র বিপ্লব তিপ্রামথার সাহায্য চাইলেন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১৫, : দলের নেতা মন্ত্রীদের উপর একের পর এক হামলা সন্ত্রাসের পরও তিপ্রামথাকে এখনো সঙ্গে পেতে চায় বিজেপি? বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব এব্যপারে দলের সিদ্ধান্ত এখনো স্পষ্ট না করলেও দলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আজ আগরতলায় দলের পৃষ্ঠা প্রমূখদের এক সন্মেলনে খোলাখুলি ভাবেই প্রদ্যোত কিশোরকে বিধানসভার চার কেন্দ্রের উপ নির্বাচনে এক সাথে সিপিআইএম-এর বিরুদ্ধে লড়াই এর আহ্বান জানিয়েছেন।
এসম্পর্কে বিপ্লব দেব তার ফেসবুক পেইজে লিখেছেন, কংগ্রেস ও সিপিআইএম- এর মিতালী এখন লুকানোর আর কিছু নেই। কিছুদিন পরে এটা আরো প্রকাশ্যে চলে আসবে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ভাই সম্ববোধন করে তিনি আরো লিখেছেন, কমিউনিস্টরা তোমার পরিবারের সাথে কি করেছে সেটা তুমি দেখেছো। আর আমাদের সরকার জনজাতিদের জন্য যদি কিছু করে থাকে তাহলে আসো অশোকবাবুর সঙ্গে একই মঞ্চে এসে জনজাতি ভাই বোনদের আপিল করো আমাদের সমর্থন করার জন্য। কারণ একমাত্র মোদীজি রাজ্যের জনজাতিদের জন্য তেরোশো কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন, আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম এর নামে করেছেন, বড়মুড়ার নাম হাতাই কতর করেছেন এবং গন্ডাছড়ার নাম গন্ডাতুইসা করেছেন। ২৩ বছর ধরে যে রিয়াং শরণার্থী সমস্যার সমাধান হচ্ছিলনা সেটাও তিনি করেছেন। ১৪ জুন হঠাৎ করে বিপ্লব দেব -এর তিপ্রামথার প্রতি এই নরম মনোভাবে রাজ্যজুড়ে দলের কার্যকর্তাদের মনে কৌতুহলের সৃস্টি হয়েছে।