Hare to Whatsapp
সরকারের অভিমুখ হলাে অন্তিম অংশের মানুষের উন্নয়নে কাজ করা : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১৩, : কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে ১২ জুন পেঁচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা। সভাপতিত্ব করেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা। শিবিরে পানীয়জল ও স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য, শ্রম, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, চাইল্ড লাইন, শিক্ষা, ব্যাঙ্ক, প্রাণীসম্পদ বিকাশ, স্বচ্ছ ভারত মিশন, জনজাতি কল্যাণ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, কৃষি, মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন সহ মােট ১৬টি স্টল খােলা হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্পগুলির পরিষেবা জনগণকে প্রদান করা হয়। মেগা স্বাস্থ্য শিবিরে মেডিসিন, স্ত্রী রােগ ও নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকগণ রােগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন।
মেগা প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, এই মেগা শিবিরের মাধ্যমে এ অঞ্চলের বিশেষ করে গরীব অংশের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তিনি বলেন, সরকারের অভিমুখ হলাে সমাজে গরীব, অন্তিম অংশের মানুষের উন্নয়নে কাজ করা। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তােলা। মহিলাদের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত করা হচ্ছে। এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে তিনি আগামীদিনেও জনগণের সহযােগিতা চেয়েছেন। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলাশাসক ইউ কে চাকমা বলেন, নাগরিকদের উন্নত পরিষেবা দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন, জেলায় প্রধানমন্ত্রী আবাস যােজনায় ১৪ হাজারের উপর ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে পেঁচারথল ব্লকে ২ হাজারের উপর ঘর দেওয়া হয়েছে। পিএম কিষাণ যােজনায় জেলায় ১৫ হাজারের উপর কৃষককে বছরে ৬ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান করা হচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জনজাতি কল্যাণ আধিকারিক নবকুমার জমাতিয়া, এসডিপিও গমনজয় রিয়াং, সমাজসেবী দেবাশীষ দাস।
শিবিরে মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অতিথিগণ সুবিধাভােগীদের হাতে গ্যাসের চুল্লি, বিভিন্ন বিদ্যালয়কে কম্পিউটার সেট, সুবিধাভােগীদের পাম্প সেট, ট্রাই সাইকেল সহ চলন সামগ্রী, রেশন কার্ড, ই-শ্রম কার্ড, পিআরটিসি, ওবিসি, এসটি, দিব্যাঙ্গন সার্টিফিকেট তুলে দেন। শিবিরে সচেতনতামূলক প্রচারের অঙ্গ হিসেবে জল জীবন মিশন, বাল্য বিবাহের বিরুদ্ধে এবং আয়ুষ্মন ভারতের উপর তিনটি নাটক মঞ্চস্থ করা হয়।
তাছাড়াও মেগা শিবিরে ১৮৪টি পিআরটিসি, ৬৭টি এসটি, ৬৯টি ওবিসি, ৪টি এসসি, ৫টি ম্যারেজ সার্টিফিকেটের আবেদন গ্রহণ করা হয়। শিবিরে ৭৮টি ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে ৫২ জন রােগীর চিকিৎসা করে প্রয়ােজনীয় ওষধ প্রদান করা হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে ১,২৭৪টি প্রাণীর চিকিৎসা করে প্রয়ােজনীয় ওষুধ প্রাণীপালকদের দেওয়া হয়।