Hare to Whatsapp
শিশুবিহার ও কামিণী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভােটার সচেতনতা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১২, : ভােটদান একটি পবিত্র অধিকার। ভারতের নির্বাচন কমিশন চায় যাতে প্রত্যেক ভােটার ভােটদানের মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন। যত বেশী সংখ্যক ভােট পড়বে ততই নির্বাচন সফল হবে। ১১ জুন আগরতলার শিশুবিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ও কামিণী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভােটার সচেতনতার কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্বাচন বিষয়ক সাধারণ পর্যবেক্ষক ড. পার্থ সারথী মিশ্র। এই ভােটার সচেতনতা কর্মসূচিতে তিনি আরও বলেন, শুধু এক জন ভােটারকে ভােট কেন্দ্রে নিয়ে আসা নয় সমস্ত ভােটারদের ভােট কেন্দ্রে নিয়ে আসাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, সকল যুবক ও যুবতীদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন কর্মসূচি নিয়েছে। তাই শুধু নিজের ভােটাধিকার প্রয়ােগ নয় পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদেরও ভােটদানে উদ্বুদ্ধ করতে হবে। কেউ যাতে চাপের মধ্যে পরে ভােটাধিকার প্রয়ােগ না করেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
শিশুবিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভােটার সচেতনতা কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তাছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সচেতনতা কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত হয় নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কুইজ ও বসেআঁকো প্রতিযােগিতা। কুইজ প্রতিযােগিতায় বিজয়ী চারজন ছাত্রীকে পুরস্কৃত করা হয়। বসেআঁকো প্রতিযােগিতায় পাঁচজনকে পুরস্কৃত করা হয়। অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন। কামিনী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযােগিতা। কুইজ প্রতিযােগিতায় বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়। কামিণী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভােটার সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতােষ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মল্লিক, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ। সাধারণ পর্যবেক্ষক ড. পার্থ সারথী মিশ্র সহ অন্যান্য অতিথিগণ বিদ্যালয়ে বৃক্ষ রােপন করেন।