Hare to Whatsapp
সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা। পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে : জনজাতি কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ১১, : তেলিয়ামড়া মহকমা প্রশাসনের উদ্যোগে চাকমাঘাটস্থিত মেথরাই রিয়াং বাডি হাই। স্কুলে ৯ জুন প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক ডা. অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গােপ, খােয়াই জেলার জেলাশাসক এল টি দার্লং, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়।
শিবিরের উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, বর্তমান সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন প্রকল্প যথা কৃষক সম্মাননিধি, আয়ুষ্মন কার্ড, আবাস যােজনা, বিদ্যাজ্যোতি স্কুল ইত্যাদির মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে। বিগত দিনে বাস্তবিক অর্থে গ্রাম পাহাড়ের জনজাতি অংশের মানুষ বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু বর্তমানে তা ঘরে পরে পৌছে দেওয়া হচ্ছে। আগামীদিনে রাজ্যের বিভিন্ন স্থানে একলব্য স্কুল চালু করা হবে। এতে জনজাতি ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আজকের শিবিরে ৪৯১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়ােজনীয় ঔষধ দেওয়া হয়। তাছাড়া ৩৬৪ জন এসটি সার্টিফিকেট, ৪০৪টি পিআরটিসি, ৫৫টি আধার কার্ড, ৩৫ জনকে ম্যারেজ সার্টিফিকেট ও ২৮ জন ইনকমা সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা দেন। ৮০ জন কৃষক সম্মাননিধি, ২২ জন উজ্জ্বলা যােজনা এবং ২৯৭ জন অটল জলধারা প্রকল্পের সুবিধা পেতে আবেদনপত্র জমা দেন। প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে শিবিরে ৭৭টি প্রাণীর চিকিৎসা করে প্রয়ােজনীয় ঔষধ প্রদান করা হয়।