Hare to Whatsapp
উপনির্বাচন: ভােটারদের প্রতি আবেদন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৯, : পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি এবং ধলাই জেলার উপজেলা নির্বাচন আধিকারিক ৪৬-সুরমা বিধানসভা কেন্দ্রের ভােটারদের প্রতি এক আবেদনে জানিয়েছেন, ভারতীয় দন্ডবিধির ১৭১বি ধারা অনুযায়ী, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনও ব্যক্তিকে তার নির্বাচনী অধিকার প্রয়ােগ করতে প্ররােচিত করার জন্য নগদ বা কোনও প্রকার তৃপ্তি প্রদান বা গ্রহণ করলে তার এক বছর পর্যন্ত কারাদন্ড বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন। তাছাড়াও, ভারতীয় দন্ডবিধির ১৭ ১সি ধারা অনুসারে, যে কোনও ব্যক্তি যে কোনও প্রার্থী বা ভােটারকে বা অন্য কোনও ব্যক্তিকে যে কোনও ধরনের হুমকি দেয় বা আঘাত করে, তাকে এক বছর পর্যন্ত কারাদন্ড বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করা হবে। ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে। সকল নাগরিককে এতদ্বারা ঘুষ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরােধ করা হচ্ছে এবং যদি কেউ ঘুষ দেয় বা সে সম্পর্কে জানা থাকে কিংবা নির্বাচকদের হুমকি, ভীতি প্রদর্শনের ঘটনা জানা থাকে তাহলে তাকে জেলার টোল ফ্রি নম্বর ১০৭৭ নম্বরে ২৪ x ৭ অভিযােগ জানাতে অনুরােধ করা হচ্ছে। তাছাড়াও ধলাই জেলার ক্ষেত্রে এ ধরনের অভিযােগ জেলার মনিটরিং সেলের ০৩৮২৬-১৯৫০ টোল ফ্রি নম্বরে ২৪ x ৭ অভিযােগ জানাতে অনুরােধ করা হচ্ছে।