Hare to Whatsapp
খাদ্য সুরক্ষায় মানদন্ডের উপর সামগ্রিক উন্নতির স্বীকৃতি স্বরূপ রাজ্যের শংসাপত্র লাভ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৮, : খাদ্য সুরক্ষার মানদন্ডে উন্নতির স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেয়েছে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে ৭ জুন ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নয়াদিল্লির সদর দপ্তর এফডিএ ভবনে এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রকের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক ‘ক্ষুদ্র রাজ্য’ ক্যাটাগরিতে ত্রিপুরা এই স্বীকৃতি পেয়েছে। ‘রাজ্য খাদ্য নিরাপত্তা সূচক ২০২১-২০২২’ শীর্ষক মানদন্ডের উপর সামগ্রিক উন্নতির স্বীকৃতি স্বরূপ ত্রিপুরাকে পুরষ্কৃত করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়ার হাত থেকে এই পুরস্কার ও শংসাপত্র রাজ্যের হয়ে নয়াদিল্লির ত্রিপুরা হাউসের রেসিডেন্ট কমিশনার সােনাল গােয়েল গ্রহণ করেন।