Share Whatsapp

অম্পিতে প্রশাসনিক শিবিরে জনজাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ৬, : অম্পি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ৪ জুন এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির হয়। শিবিরের উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া। শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয় এ ধরনের শিবিরগুলিতে। তাছাড়াও স্বাস্থ্য ও প্রশাসনিক পরিষেবার সুযােগ জনসাধারণের হাতে কাছে পৌঁছে দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধু কুমার জমাতিয়া, এমডিসি শিবসাংলিয়াং কাইপেং, গােমতী জেলার অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, অমরপুর মহকুমার মহকুমা শাসক পার্থ দাস, অম্পি ব্লকের বিডিও রুদ্রদীপ নাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। প্রশাসনিক শিবির উপলক্ষে এদিন অম্পি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গ বৃক্ষরােপণ করেন জনজাতি কল্যাণমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। শিবিরে জনজাতি কল্যাণমন্ত্রী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এলাকাবাসীর সাথে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। শিবিরে ৭১টি পিআরটিসির ও ২৭টি ইনকাম সার্টিফিকেটের আবেদনপত্র গ্রহণ করা হয়। শিবিরে চিকিৎসকগণ স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.