Hare to Whatsapp
খােয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে চলাচলের উপর বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৪, : জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে খােয়াই জেলার জেলাশাসক খােয়াই মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে কিছু বিধিনিষেধ আরােপ করেছেন। এই আদেশে মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে রাত ৮টা থেকে পরেরদিন সকাল ৫টা পর্যন্ত সময়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৯৭৩-এর ১৪৪ ধারা অনুযায়ী লােকজনের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরােপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধাসামরিক, রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, খােয়াই জেলার পুলিশ সুপার, খােয়াই মহকুমার মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিয়ােজিত সরকারি কর্মচারিগণ এবং অবিলম্বে চিকিৎসা প্রয়ােজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই বিধিনিষেধ ৯ জুন, ২০২২ থেকে কার্যকর হবে এবং তা বলবৎ থাকবে আগামী ৭ আগষ্ট, ২০২২ পর্যন্ত।