Hare to Whatsapp
উত্তর মহারাণীতে একলব্য বিদ্যালয়ের জমি পরিদর্শনে জনজাতি কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৪, : জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া ৩ জুন উত্তর মহারাণীতে প্রস্তাবিত একলব্য আবাসিক বিদ্যালয়ের জমি পরিদর্শন করেন। তাছাড়াও জনজাতি কল্যাণ মন্ত্রী এদিন তেলিয়ামুড়া ব্লকের করবং এলাকার জনজাতি পরিবারদের সাথে মতবিনিময় করেন। এই এলাকার পানীয়জল, আবাস যােজনা ও রূপায়িত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির খোজ খবর নেন। এরপর জনজাতি কল্যাণ মন্ত্রী তেলিয়ামুড়া ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে ব্লকের উন্নয়ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় জনজাতি কল্যাণ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, ভাইস চেয়ারম্যান অপু গােপ, মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি ও জেলা জনজাতি কল্যাণ আধিকারিক এন এস চাকমা প্রমুখ।