Hare to Whatsapp
কল্যাণপুরে বিভিন্ন প্রকল্পের সুবিধাভােগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ২৩, : কল্যাণপুর ব্লকের কুঞ্জবন হাইস্কুলে আজ পিএম-কিষাণ, প্রধানমন্ত্রী আবাস যােজনা- গ্রামীণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খােয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি হরিশঙ্কর পাল, সমাজসেবী জীবন দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খােয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা।
মতবিনিময় অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, বর্তমান সরকার রাজ্যের সার্বিক বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজ্যের নির্মাণ শ্রমিকদের কল্যাণেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল রাজ্যের প্রান্তিক জনগণের কাছে পৌছে দেওয়া হচ্ছে। মতবিনিময় অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের জাতি- জনজাতি অংশের মানুষের কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এই সরকার জনতার সরকার। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল অন্ত্যোদয় পরিবার থেকে শুরু করে রাজ্যের প্রান্তিক এলাকার জনগণও পাচ্ছেন। তিনি বলেন, রাজ্যে পূর্বতন বামফ্রন্ট সরকারের ২৫ বছরের সময়ে মানুষের কল্যাণে কোন কাজ হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর দিশায় রাজ্যের সার্বিক বিকাশে কাজ করছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বহুমুখী পরিকল্পনা রূপায়িত হচ্ছে।
তিনি বলেন, জলজীবন মিশনে বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয়জলের সংযােগ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যােজনা- গ্রামীণ প্রকল্পে পাকা আবাস নির্মাণ করে দেওয়া হচ্ছে। চা বাগিচা শ্রমিকদের কল্যাণে ১০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের মহিলাদের সশক্তিকরণে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি চাকুরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক আশা প্রকাশ করেন আগামী দিনে ত্রিপুরা যেমন স্বনির্ভর হবে তেমনি রাজ্যবাসীও আত্মনির্ভর হয়ে উঠবেন।
মতবিনিময় অনুষ্ঠানে জেলাশাসক এল টি ডার্লং জানান, খােয়াই জেলায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যােজনা- গ্রামীণ প্রকল্পে ১৬ হাজার ৬০৫টি পাকা আবাস নির্মাণ করা হয়েছে। পিএম-কিষাণ প্রকল্পের আওতায় এসেছেন জেলার ২১ হাজার কৃষক। মতবিনিময় অনুষ্ঠানের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব ও অন্যান্য অতিথিগণ পূর্ব কুঞ্জবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পােষণ অভিযানে অন্নপ্রাশন ও সাধ ভক্ষণ অনুষ্ঠানে অংশ নেন। তাছাড়াও অতিথিগণ কুঞ্জবন হাইস্কুল প্রাঙ্গণে বৃক্ষ রােপন অনুষ্ঠানেও অংশ নেন।