Hare to Whatsapp
জাতি জনজাতি একসাথে মিলে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ২৩, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা আজ অমরপুরের সর্বং-এ শান্তিকালি আশ্রমটি পরিদর্শন করেন। ২২ মে বিকেলে মুখ্যমন্ত্রী আশ্রমে এসে পৌছালে আশ্রমের চিত্তরঞ্জন মহারাজ মুখ্যমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। মুখ্যমন্ত্রী ডা. সাহা আশ্রমের নির্মিয়মান মন্দিরটি পরিদর্শন করেন। আশ্রমের মহারাজজির সঙ্গে মন্দিরের উন্নয়ন নিয়ে আলােচনা করেন। পরে মুখ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, তিনি এই আশ্রমের কথা আগেই শুনেছে ২ এবারই প্রথম এখানে এসেছেন। রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করা ও কিভাবে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া যায় সেই বিষয়েই তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন। তিনি বলেন, জাতি জনজাতি একসাথে মিলে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রত্যাশাই মায়ের কাছে। জানিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
মুখ্যমন্ত্রী জানান, শান্তিকালি আশ্রমের উন্নয়নের বিষয়ে কিভাবে আরও সাহায্য করা যায় সেই বিষয়ে তিনি উদ্যোগ নেবেন। এরপর মুখ্যমন্ত্রী আশ্রম সংলগ্ন শান্তিকালি ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং আবাসিক ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাদের হাতে শিক্ষাসামগ্রীও তুলে দেন। ভালভাবে পড়াশুনা করার জন্য মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পরামর্শ দেন।