Hare to Whatsapp
নিত্যপ্রয়ােজনীয় জিনিসের কালােবাজারি রুখতে সরকারের কড়া হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১৮, : গত কয়েকদিনের প্রবল বর্ষণে আসামের হাফলং, মাইবং এবং বদরপুর এলাকার বিভিন্ন জায়গায় ভূমিধসের কারণে এনএইচ-৪৪ জাতীয় সড়ক এবং রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গুয়াহাটি থেকে আগরতলার সড়ক ও রেল যােগাযােগ দারুণভাবে বিপর্যস্ত।
এই পরিস্থিতিতে খাদ্যশস্য সহ নিত্যপ্রয়ােজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এতে জনসাধারণ বিপদে পড়েছেন। কালােবাজারিদের এই প্রবণতা সরকারের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গেই প্রত্যেক জেলার জেলাশাসক এবং মহকুমা শাসকদের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানাে হয়েছে, ডিএম এবং এসডিএম-রা যেন রাজ্যের প্রতিটি বাজারে কড়া নজর রাখেন এবং জিনিসপত্রের দাম বেশি চাইলেই ওইসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা গ্রহণ করেন। সরকারের পক্ষ থেকে জনসাধারণের প্রতি এরকম কালােবাজারিদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে প্রশাসনকে সাহায্য করতে আবেদন জানানাে হয়েছে।