Hare to Whatsapp
আসামে বন্যা পরিস্থিতির কারনে ত্রিপরায় রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত, রাজ্যে জ্বালানীতে রেশনিং ব্যবস্থা চালু করলো খাদ্য দপ্তর
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১৮, : গত তিন দিন ধরে ত্রিপুরার রাজধানীর সঙ্গে অন্য সমস্ত রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। কখন ঠিক হবে কেউ বলতে পারছেন না।
জানাগেছে, ভূমিধসের কারণে লামডিং থেকে বদরপুর রেল ট্রেক ধসে গেছে । সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন। পথে আটকে আছে রাজ্যের হাজারো মানুষ। পাচ্ছে না খাবার ও পানীয় জল। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আটকে পড়া যাত্রীরা।
বহু আটকে পড়া যাত্রীর জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই যে তারা বিমানে আসতে বা যেতে পারবে। এই সুযোগে বিমান ভাড়াও অনেক বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থা গুলো। কবে নাগাদ পরিস্হিতি ঠিক হবে কেউ বলতে পারছেনা।
জানাগেছে, জ্বালানী ছাড়াও খাদ্য সঙ্কটেও পরতে পারে রাজ্যবাসী। এই সুযোগে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যাসায়ীরা।
জানাগেছে, প্রবল বর্ষণে বন্যায় আসামে বহু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও রেল পথের। এতে বন্ধ হয়ে গেছে ত্রিপুরার সঙ্গে বহিঃ রাজ্যের সড়ক ও ট্রেন চলাচল । ফলে পেট্রোলের ট্যাংকার আসার ক্ষেত্রে সমস্যা সৃস্টি হয়েছে।এর ফলে রাজ্যে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এই অবস্থায় সংকট যাতে না হয়, সেজন্য জ্বালানীতে রেশনিং ব্যবস্থা মঙ্গলবার থেকে চালু করার সিদ্ধান্ত নেয় খাদ্য দপ্তর। সেই মতো এদিনই খাদ্য দপ্তর থেকে নির্দেশ বের হয় দ্বি- চক্র যানে প্রতিদিন ২০০ টাকা, তিন চাকার যানে ৩০০ টাকা ও ৪ চাকার যানবাহনে প্রতিদিন ১ হাজার টাকা করে জ্বালানী দেওয়ার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাই বলবত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।