Hare to Whatsapp
রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার কাজ করে চলছে : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১৫, : রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার বিগত ৪ বছর ধরে কাজ করে চলছে। আগামী দিনেও করবে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও গ্রাম উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে ১৪ মে পুরাতন আগরতলা চতুর্দশ মন্দিরের মেলার মাঠে কৃষ্ণমালা মঞ্চে আয়ােজিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী আবাস যােজনায় সুবিধাভােগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। তিনি বলেন, ‘জয় জওয়ান জয় কিষাণ’ এই স্লোগান আমাদের দেশে স্লোগান হিসাবেই থেকে গিয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিজীর কল্যাণে এই স্লোগান বাস্তবে পরিণত হয়েছে। কৃষকেরা বাস্তবে এখন এই স্লোগানের মূল্য পাচ্ছে। মানুষের উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাব। তিনি বলেন, আমাদের সরকার ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মতােই কাজ করে যাচ্ছে। সবগুলি সঠিক পদক্ষেপে সরকার এগিয়ে চলেছে। এরাজ্যের কিষাণদের উন্নয়নে কাজ করছে। সমাজে মহিলাদের স্বশক্তিকরণে কাজ করছে। আগামী দিনেও সেইসব কাজ করে যাবে।
মতবিনিময় অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বক্তব্যে বলেন, সারা রাজ্যের সাথে এই পুরাতন আগরতলা ব্লক ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে চলেছে সমগ্র খয়েরপুর বিধানসভা এলাকা। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রেই এই এলাকা এখন সমৃদ্ধ। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকেই এসব উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। জনগণ পাশে থাকলে সরকার আগামী দিনেও আরও উন্নয়ন কাজ চালিয়ে যাবে।
অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বক্তব্যে জানান, পুরাতন আগরতলা ব্লক এলাকায় বর্তমানে ১৫৮৬ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যােজনায় সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী ফসলবীমা যােজনায় ৩৬৪৩টি কৃষক পরিবার আওতাভুক্ত হয়েছে। ১২০টি পরিবার কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের সুবিধা পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, অতিরিক্ত জেলাশাসক অসীম সাহা, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল।