Hare to Whatsapp
আগামী ১৪ মে জাতীয় লােক আদালত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ১২, : আগামী ১৪ মে রাজ্যে আবারও বসছে জাতীয় লােক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে লােক আদালত বসবে। লােক আদালতে মােট ৫৪টি বেঞ্চে ৫,৯৯৩টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে। এরমধ্যে পূর্ববর্তী বিরােধ সংক্রান্ত ৫,২৩৬টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৭৫৭টি মামলা রয়েছে। জাতীয় লােক আদালতে ব্যাংক ঋণ পরিশােধ সংক্রান্ত ৪,৭৩৬টি মামলা, মােটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৬২টি, শ্রম বিরােধ সংক্রান্ত ১টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরােধের ৫০০টি মামলা, আপােষযােগ্য ফৌজদারি বিরােধের ২৯৮টি মামলা, বৈবাহিক বিরােধের ১২১টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এন আই অ্যাক্ট) ১২০টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১টি মামলা এবং ফৌজদারি আপিল সংক্রান্ত ৪টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে, ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩০টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে। লােক আদালতে সবচেয়ে বেশি ১০টি বেঞ্চ বসবে। আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নােটিশ দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নােটিশপ্রাপ্ত হয়ে আসা লােকজনদের সাহায্য করবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরােধ করেছেন।