Hare to Whatsapp
দুগ্ধ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করতে সুনির্দিষ্ট কর্মসুচি নেওয়া হয়েছে : প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মে ১১, : প্রাণী পালন গ্রামীণ অর্থনীতির বিকাশে সহায়ক ভূমিকা নিয়ে থাকে। সঠিক পরিকল্পনা নিয়ে প্রাণী পালন করা হলে গ্রামীণ এলাকার মানুষের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা যায়। এই বিষয়টি নজর রেখেই রাজ্যের বর্তমান সরকার একের পর এক পরিকল্পনা নিচ্ছে। আজ বিশালগড় ব্লকের পূর্ব গকুলনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গ্রামবাসীদের হাতে দুগ্ধবতী গাভী তুলে দিয়ে প্রধান অতিথির ভাষণে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচির সাথে দুগ্ধ উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করতে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়েছে।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দুগ্ধজাত সামগ্রী উৎপাদনের মধ্য দিয়ে গ্রামীণ এলাকার মানুষকে স্বনির্ভর করে তােলা। তিনি বলেন, অতীতে রাজ্যকে দুগ্ধ উৎপাদন সহ নানা ক্ষেত্রে স্বনির্ভর করতে সঠিক কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। বর্তমান রাজ্য সরকার শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। শুধু পরিকল্পনা নিলেই হবে না একে বাস্তবায়িতও করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও ত্রিপুরা খাদি বাের্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং সিপাহীজলা জিলাপরিষদের আর্থিক সহযােগিতায় ৭ লক্ষ টাকা ব্যয়ে ৭ জনের মধ্যে দুগ্ধবতী গাভী প্রদান করা হয়।