Hare to Whatsapp
পরিকাঠামোর উন্নয়ন সহ সংগঠন গুলির সব দাবিদাওয়াই মেনে নিলেন টিজিবি-র চেয়ারম্যান
By Our Correspondent
আগরতলা, মে ৮, : গত ৭ মে ম্যানেজমেন্টের তরফে গ্রামীন ব্যাংকের আন্দোলনরত সংগঠন গুলির নেতৃত্বকে চেয়ারম্যানের অফিসে ডাকা হয়। সুদীর্ঘ আলোচনায় ব্যাংক কর্তৃপক্ষ সংগঠন গুলির সব গুলি দাবীর প্রতি সহমত পোষণ করে।
সংগঠন গুলির এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ কথা দিয়েছেন, সমস্ত শাখায় সঠিক গ্রাহক পরিষেবার দেওয়ার লক্ষ্যে নেট ওয়ার্ক পরিষেবার অতি দ্রুত উন্নতি সাধন করা হবে। প্রাথমিক পর্যায়ে ব্যাবসা অনুযায়ী শাখা গুলোতে শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বসানো হবে। শাখায় শাখায় মহিলাদের জন্য আলাদা শৌচালয় করা হবে। দৈনিক হাজিরা কর্মীদের বেতন ৭৫০ টাকা ও সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করার জন্য আগামী বোর্ড মিটিংয়ে পাঠানো হবে।
প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, টিজিবি-র চারটে সংগঠনের মুখ্য আট জন নেতৃত্বকে প্রধান কার্যালয়ে পোস্টিং দেওয়া হবে। বাকি চারজনকে প্রধান কার্যালয়ের নিকটস্থ শাখায় পোস্টিং দেওয়া হবে।
কর্মচারী ও অফিসারদের সময় মত বদলি নেতৃত্বের সঙ্গে সার্বিক আলোচনা করে করার দাবীও কর্তৃপক্ষ মেনে নেয়। আপাতত আগামী বোর্ড মিটিং অব্দি জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের আন্দোলন কর্মসূচী স্থগিত রাখা হয়েছে বলে নেতৃত্বরা জানান।