Hare to Whatsapp
রাজ্যের সব অংশের মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে : সমবায় মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মে ৮, : রাজ্য সরকার রাজ্যবাসীর জীবনযাত্রার মানােন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। বিভিন্ন সরকারি সুযােগ সুবিধা মানুষের কাছে পৌছে দেওয়া হয়েছে। রাজ্যের সব অংশের মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে। ৭ মে কল্যাণপুরে ২ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। কল্যাণপুর ব্লকের ডেয়ারি ডেভেলপমেন্ট জাতীয় প্রকল্পের আওতায় গােমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়নের উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গােপ, কল্যাণপুর বিএসির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, খােয়াই জিলা পরিষদের সহসভাধিপতি হরিশংকর পাল প্রমুখ।
অনুষ্ঠানে সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল কল্যাণপুরে অনেক পরিবার প্রাণীপালন এবং দুগ্ধ ব্যবসার সাথে জড়িত। তাদের গাভীর অতিরিক্ত দুধ যাতে নষ্ট হয়ে না যায় তারজন্যই এই শীতলীকরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকার মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মানােন্নয়নে কাজ করছে। আজ এই কেন্দ্রটির উদ্বোধন তা আবার প্রমাণ করছে। অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী এই এলাকার প্রাণীপালকদের কল্যাণে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটির প্রয়ােজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিগণও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গােমতী কোঅপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর নাগ।