Hare to Whatsapp

আদর্শ ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : উপমুখ্যমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, মে ৭, : উন্নয়ন কর্মসূচি রূপায়ণে মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হয়। রাজ্যের বর্তমান সরকার এই নীতি মেনে কাজ করে চলেছে। সরকার ও মানুষ একসাথে মিলে কাজ করলে উন্নয়নেও গতি আসে। এজন্যই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আসছে। ৬ মে বামুটিয়া ব্লকের অন্তর্গত বামুটিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের নর্থ ইস্ট রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীন ৭টি পাওয়ার প্রজেক্টের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষু দেববর্মা একথা বলেন। তিনি বলেন, গ্রামের উন্নতি না হলে কখনােই সমাজের সার্বিক উন্নয়ন হতে পারে না। এজন্য রাজ্য সরকার গ্রাম ত্রিপুরার উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে। গ্রামীণ অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। উন্নয়ন কথাটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যে পরিষেবাটি যুক্ত রয়েছে তা হচ্ছে বিদ্যুৎ।

অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, আদর্শ ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে গােটা রাজ্যেই বিভিন্ন সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে। যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে সেই লক্ষ্যে বিভিন্ন সাব স্টেশন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, বামুটিয়ায় ৩৩ কেভি সাব স্টেশনটির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। এটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। এই সাব স্টেশনটি হওয়ার ফলে বামুটিয়া, গান্ধীগ্রাম, দুর্গাবাড়ি, কালীবাজার, তালতলা, ঝড়ঝড়িয়া এলাকার ৮ হাজার পরিবার উপকৃত হবে। তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার ভােক্তাদের উপর যাতে চাপ পড়ে সেজন্য বিদ্যুতের মাশুল এক টাকাও বাড়ায়নি। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্ক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে অর্থের সংস্থান করা হয়েছে। তিনি বিদ্যুৎ অপচয় না করতে এবং সময় মতাে বিদ্যুতের বিল দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারি সভাধিপতি হরিদুলাল আচার্য, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন, মােহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন টিএসইসিএল-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পাওয়ার গ্রিডের সিনিয়র জেনারেল ম্যানেজার এস আই সিং।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.