Hare to Whatsapp
ধর্মনগর মহকুমায় উন্নয়ন কর্মসুচি পরিদর্শনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মে ৬, : কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ৫ মে ধর্মনগর শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তিনি বিদ্যালয়ের পঠনপাঠন ও পরিকাঠামাে সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন। বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী রয়েছে সেই অনুপাতে শিক্ষিকা রয়েছে। কিনা, বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে কোন কোন বিভাগ রয়েছে, প্রতিটি বিষয়ে বিষয় শিক্ষক আছে। কিনা, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ল্যাবরেটরী রয়েছে কিনা এ সকল বিষয়ে শিক্ষকদের কাছে জানতে চান। বিদ্যালয়ের শিক্ষক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় নাথ জানান, বিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের বিষয় শিক্ষক প্রয়ােজন। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ মেরামতি করা প্রয়ােজন বলেও প্রধান শিক্ষক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিদ্যালয়ের বিভিন্ন অসুবিধাগুলি সুরাহা করার জন্য প্রয়ােজনীয় উদ্যোগ নেবেন বলে প্রধান শিক্ষককে জানিয়েছেন।
এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যােজনায় সুবিধাভােগী দীপক ঘােষের বাড়িতে পিএমএওয়াই (রুরাল) প্রকল্পে নবনির্মিত পাকাবাড়ির দ্বারােদঘাটন করেন ও সুবিধাভােগীদের সাথে মতবিনিময় করেন। দীপক ঘােষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানান, আগে তার একটি মাটির ঘর ছিল। কিন্তু বর্তমানে সরকারি সহায়তায় নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় তিনি খুবই খুশি। নদীয়াপুর শনিছড়া গ্রামপঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যােজনা প্রকল্পের সুবিধাভােগী মইন মিয়া, বিনা রাণী নাথ, অর্চনা কর প্রত্যেকের বাড়িতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের নবনির্মিত পাকাবাড়ির দ্বারােদঘাটন করেন। তাদের কারুর মাটির ঘর ও কারুর বাঁশের ঘর ছিল আগে। প্রধানমন্ত্রী আবাস যােজনায় নতুন পাকাঘর নির্মাণ করে দেওয়ায় প্রত্যেকেই খুশি ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর স্বপ্ন ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি গরীব পরিবারের জন্য পাকা ঘর তৈরী করে দেওয়া। সেই স্বপ্ন রাজ্যে বাস্তবায়িত হচ্ছ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ নীতিতে দেশের উন্নয়নমূলক কাজ করছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী আবাস যােজনায় সকল সুবিধাভােগীদের পাকাঘর নির্দিষ্ট সময়ের মধ্যেই তেরী হয়ে যাবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সফরকালে বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, যাদব লাল নাথ, ধর্মনগরের মহকুমা শাসক এল দার্লং, অতিরিক্ত মহকুমা শাসক মানিক চক্রবর্তী, সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।