Hare to Whatsapp

তপশিলিজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পাের্টাল ২.০ খুলেছে : তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী

By Our Correspondent

আগরতলা, মে ৬, : দেশের প্রথম রাজ্য হিসাবে ত্রিপুরা তপশিলিজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ন্যাশনাল স্কলারশিপ পাের্টাল ২.০ খুলেছে। চলতি অর্থবর্ষে ছাত্রছাত্রীরা স্কলারশিপ পাওয়ার জন্য এই পাের্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। ৫ মে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস। তিনি জানান, ন্যাশনাল স্কলারশিপ পাের্টাল ২.০-এর মাধ্যমে তিনটি কেন্দ্রীয়ভাবে স্পনসর্ড স্কীম বাস্তবায়িত করা হচ্ছে। প্রকল্পগুলি হলাে পােস্ট মেট্রিক স্কলারশিপ, প্রি-মেট্রিক স্কলারশিপ (নবম থেকে দশম শ্রেনী) এবং প্রি-মেট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেনী)। তিনি বলেন, বিগত দিনে লক্ষ্য করা গেছে, এই পাের্টাল দেরিতে খােলার কারণে অনেক ছাত্র-ছাত্রীই সময়মতাে অনলাইনে আবেদন করতে পারেনি এবং এর সুযােগ থেকে বঞ্চিত হতাে। সেই দিক বিবেচনা করে তপশিলীজাতি ভুক্ত ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছর এই পাের্টাল শুধুমাত্র তিন মাসের জন্য খােলা থাকতাে, এবছর এই পাের্টাল এক বছর অর্থাৎ আগামী ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত খােলা থাকবে। এর ফলে ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম পূরণের জন্য অনেকটাই সুযােগ পাবে।এই ব্যবস্থা গ্রহণের ফলে কোনও ছাত্র-ছাত্রী এর সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, রাজ্যে বড় একটা অংশ সাফাই কর্মী হিসেবে নিয়ােজিত রয়েছেন। ঐসকল সাফাইকর্মীর ছেলে-মেয়েদের প্রি-মেট্রিক স্কলারশিপের (প্রথম থেকে দশম শ্রেনী) সুবিধার আওতায় আনা হবে। তবে এই ক্ষেত্রে সাফাইকর্মী তপশীলি বা অন্যান্য জাতিভুক্ত কি না সেই বিষয়গুলি বিবেচনায় থাকবেনা। সকল সাফাই কর্মীর জন্য এই সুযােগ থাকবে। কারণ সাফাই কর্মীরা সমাজে দায়িত্বশীল ভূমিকা নিয়ে থাকে। সাফাইকর্মীদের আর্থিক সহযােগিতার পাশাপাশি তাদের ছেলেমেয়েদের পঠনপাঠনের জন্য একটা বাড়তি সুযােগও রয়েছে। তিনি আরও জানান, তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের নবম এবং দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের প্রিমেট্রিক স্কলারশিপের অর্থরাশি বাড়ানাে হয়েছে। ডে স্কুলার অর্থাৎ বাড়ি থেকে স্কুলে গিয়ে যারা পড়াশুনা করেন তাদের প্রি-মেট্রিক স্কলারশিপ ২০১৬-১৭এবং ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক ২,২৫০ টাকা ছিল। এবছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে এই অর্থরাশি বাড়িয়ে বার্ষিক ৩৫০০ টাকা করা হয়েছে। হােস্টেলার অর্থাৎ হােস্টেলে থেকে পাঠরত ছাত্রছাত্রীদের প্রি-মেট্রিক স্কলারশিপ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৫২৫০ টাকা ছিল, তা বাড়িয়ে ২০২২-২৩ অর্থবর্ষে বার্ষিক ৭০০০ টাকা করা হয়েছে। তিনি আরও জানান, সাফাই কাজে নিযুক্ত কর্মীদের যেসকল ছেলেমেয়েরা প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনীতে পাঠরত আছেন তাদের প্রি-মেট্রিক স্কলারশীপও বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে ডে স্কুলার অর্থাৎ বাড়ি থেকে যেসকল ছাত্র-ছাত্রীরা স্কুলে গিয়ে পড়াশুনা করেন তাদের ক্ষেত্রে প্রি-মেট্রিক স্কলারশীপ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে বার্ষিক ১৮৫০ টাকা ছিল, ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ৩৫০০ টাকা করা হয়েছে। হােস্টেলারদের ক্ষেত্রে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে প্রি-মেট্রিক স্কলারশীপের অর্থরাশি ছিল ৭০০০ টাকা।২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ৮০০০ টাকা করা হয়েছে।

মন্ত্রী জানান, যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিগ্রী এবং পােষ্ট গ্রেজুয়েট পর্যায়ে প্রফেশনাল এডুকেশন যেমন মেডিসিন, ইঞ্জিনীয়ারিং, টেকনােলজি, প্ল্যানিং ইত্যাদিতে পাঠরত রয়েছেন এবং যারা হােস্টেলার তাদের পােস্টমেট্রিক স্কলারশীপও বাড়ানাে হয়েছে। এক্ষেত্রে ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ১২০০০ টাকা ছিল, ২০২২-২৩ অর্থবর্ষে তা বাড়িয়ে বার্ষিক ১৩,৫০০ টাকা করা হয়েছে। অন্যান্য প্রফেশনাল কোর্স-এ। যেমন এম এড/এম ফার্মা, ডিপ্লোমা সার্টিফিকেট ইন ফার্মাসী, নার্সিং ইত্যাদি ক্ষেত্রে পাঠরতদের পােষ্ট মেট্রিক স্কলারশীপ ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৮২০০ টাকা ছিল তা ২০২২-২৩ অর্থবর্ষে বাড়িয়ে ৯৫০০ টাকা করে হয়েছে। গ্রেজুয়েট এবং পােষ্ট গ্রেজুয়েট কোর্স-এ যেমন বি এ/বি এস সি/বি। কম ইত্যাদিতে পাঠরতদের পােষ্ট মেট্রিক স্কলারশীপ ২০২০-২১ অর্থবর্ষে যেখানে বার্ষিক ৫৭০০ টাকা ছিল, তা ২০২২-২৩ অর্থবর্ষে বৃদ্ধি করে ৬০০০ টাকা করা হয়েছে। সমস্ত পােষ্ট মেট্রিকুলেশন নন ডিগ্রি কোর্সে পাঠরতদের পােষ্ট মেট্রিক স্কলারশীপের অর্থরাশি ২০২০-২১ অর্থবর্ষে যেখানে ৩৮০০ টাকা ছিল, তা ২০২২-২৩ অর্থবর্ষে বাড়িয়ে ৪০০০ টাকা করা হয়েছে। বৃত্তির অর্থরাশি বাড়ানাের ফলে বড়মাত্রায় তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী আশাব্যক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে তপশীলিজাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা তপশীলিজাতি ভুক্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অনলাইন পাের্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রয়ােজনীয় শর্তাবলী সম্বলিত একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রােসিডিউর-এর কথা উল্লেখ করে জানান, ন্যাশনাল স্কলারশিপ পাের্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য প্রয়ােজনীয় সহায়ক নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বিবরণ, মােবাইল নম্বর থাকতে হবে। প্রি-মেট্রিক স্কলারশিপের (আনক্লিন পেশা) ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য জেলা সমাজকল্যাণ আধিকারিক। স্থানীয় সংস্থা/রাজ্য সরকার দ্বারা মনােনিত যে কোন কর্তৃপক্ষের দ্বারা জারি করা অপরিচ্ছন্ন পেশার শংসাপত্র থাকতে হবে। তিনি জানান, প্রি-মেট্রিক (নবম এবং দশম) এবং পােস্ট মেট্রিক স্কলারশিপ পাওয়ার জন্য তপশীলিজাতিভুক্ত হতে হবে, এবং ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষের অধিক হতে পারবেনা এবং ছাত্র-ছাত্রী ভারতের যেকোন স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যায়ণরত হতে হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন তপশীলিজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.