Hare to Whatsapp
13-15 মে লিভারকন-এ ফ্রি চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে
By Our Correspondent
আগরতলা, মে ১, : লিভারের চিকিৎসা এবং লিভার প্রতিস্থাপনের জন্য আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন চেন্নাইস্থিত ডা. রেলা ইনস্টিটিউট এন্ড মেডিকেল সেন্টারের সিনিয়র সুপার স্পেশালিস্ট চিকিৎসকগন ' লিভারকন 'এ সীমিত সংখ্যক জটিল রুগীকে ফ্রি চিকিৎসা পরামর্শ দেবেন। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যেগে আগামী ১৩,১৪ এবং ১৫ মে আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটরিয়ামে আন্তর্জাতিক 'লিভারকন ৬' অনুষ্ঠিত হবে। ডা রেলা ইনস্টিটিউটের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা দীনেশ জ্যেতিমনির নেতৃত্বে চার সদস্যক বিশেষজ্ঞ টিম লিভারকন এ আসবেন। তাঁরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং লিভার সিরোসিসে আক্রান্ত সীমিত সংখ্যক জটিল রুগীকে চিকিৎসা পরামর্শ দেবেন। 'লিভারকন'এ দেশ-বিদেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞ ও গবেষকগণ অংশগ্রহণ করে সায়েন্টিফিক লেকচার দেবেন এবং সর্বশেষ চিকিৎসা গবেষণা নিয়ে মত বিনিময় করবেন। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে, এখন থেকে ডা রেলা ইনস্টিটিউটের সিনিয়র লিভার রোগ বিশেষজ্ঞগণ প্রতি তিন মাস অন্তর আগরতলা এসে ফাউন্ডেশনের ইন্দ্রনগরস্থিত কেন্দ্রীয় অফিসে জটিল লিভারের রুগীদের নিখরচায় চিকিৎসা পরামর্শ দেবেন । লিভারকন-এ এই বিষয়ে ডা রেলা ইনস্টিটিউট কর্তৃপক্ষের সাথে হেপাটাইটিস ফাউন্ডেশনের একটি সমঝোতা পত্রে স্বাক্ষর হবে। জটিল লিভারের রুগীদের বহিঃরাজ্যে গিয়ে চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে মোটা অংকের টাকা ব্যয় হয়। তাই তাঁদের সুবিধার্থে ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রসঙ্গতঃ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা গত দুই দশক ধরে রাজ্যের লিভারের রুগীদের বিভিন্ন ভাবে চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। সেই সাথে রোগ প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি এবং সায়েন্টিফিক প্রোগ্রামও করা হচ্ছে।