Hare to Whatsapp
গড়িয়া তের সম্প্রীতির উৎসব : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৩০, : জনজাতি অংশের মানুষ তাদের পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য গড়িয়া পূজা করে থাকেন। রাজ্যে রাজন্য আমল থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে। গত একপক্ষকাল ধরে এই রাজ্যে জনজাতি অধুষিত এলাকার বিভিন্ন প্রান্তে গড়িয়া পূজার আয়ােজন করা হয়েছে। ২৯ এপ্রিল জিরানীয়া বড়জলা বীণাপানি ক্লাবের উদ্যোগে বীণাপানি বিদ্যালয় প্রাঙ্গণে গড়িয়া তের ২০২২-এর উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের জাতি ও জনজাতি সকল অংশের মানুষের অংশগ্রহণে এই উৎসব সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, জাতি জনজাতির উৎসবগুলিকে সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে স্থানীয় পর্যায় থেকে সরকারি উদ্যোগে প্রচেষ্টা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার আপামর জনসাধারণের সংঘবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে নেশার কড়াল গ্রাস থেকে রক্ষা করতে চায়। কারণ বর্তমান প্রজন্মই আগামী দিনে সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন বীণাপানি ক্লাবের সম্পাদক দিলীপ দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাস, বড়জলা বীণাপানি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দলাল দেববর্মা। এই উৎসব উপলক্ষে গ্রামের বয়স্ক ব্যক্তিদের সংবর্ধনা জানানাে হয়।