Hare to Whatsapp
গুণগত শিক্ষার প্রসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৭, : সােনামুড়া মহকুমা এলাকার কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ পহরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে ঘােষণা করা হয়েছে। ২৬ এপ্রিল তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ও গুণগত শিক্ষার প্রসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে পরিকাঠামােগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তােলার জন্য বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলছে। সরকারের এ ধরনের উন্নয়নমূলক কাজকর্মের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি আরও আগ্রহী হবে এবং বহু ছাত্রছাত্রী উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাবে। অন্যান্য অতিথিদের মধ্যে আলােচনা করেন সিপাহীজলা জিলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইচ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির প্রেসিডেন্ট বিন্দু দেবনাথ এবং সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক হাবুল লােধ প্রমুখ। স্বাগত ভাষণ দেন দক্ষিণ পহরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা পাল।