Hare to Whatsapp
মেলা গ্রামীণ অর্থনীতি এবং সংস্কৃতিকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম : কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, ২৫ , : মেলা মানে মানুষের মেলবন্ধন। গ্রামীণ অর্থনীতি এবং সংস্কৃতিকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম হচ্ছে মেলা। কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার গ্রামীণ মানুষের স্বাচ্ছন্দ্য বাড়ানাের জন্য নানা উদ্যোগ নিয়েছে। ২৪ এপ্রিল বিকেল বিশালগড়ের এগ্রি প্রডিউস মার্কেটে ছয়দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। তিনি বলেন, একটি মেলাকে কেন্দ্র করে নানা অংশের মানুষ মিলিত হন। তাদের কৃষ্টি ও সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়ে একটি মেলা স্বার্থক রূপ নিয়ে থাকে। তিনি বলেন, বর্তমান সরকার মাতৃভাষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরােপ করেছে। দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আগে ত্রিপুরার বিশেষ পরিচিতি ছিল না। এখন কাজের মধ্য দিয়ে ত্রিপুরা তার পরিচিতি লাভ করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরােপ করেছেন। তার নির্দেশিত পথে উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের এক নতুন দিশায় এগিয়ে চলেছে। রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, সংস্কৃতিকে রক্ষা করতে না পারলে কোনও জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। রাজ্যের বর্তমান সরকার বিভিন্ন সম্প্রদায়ের চিরাচরিত সংস্কৃতির বিকাশে নানা উদ্যোগ নিয়েছে। প্রতিটি জাতিগােষ্ঠীর সংস্কৃতিকে মর্যাদা দিয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, শান্তির পরিবেশ না থাকলে শুধু সংস্কৃতি নয় উন্নয়নমূলক কাজকর্মও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তিনি শান্তির পরিবেশ বজায় রাখতে সব অংশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ। স্বাগত ভাষণ দেন কৃষি তত্ত্বাবধায়ক পরিতােষ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেটের চেয়ারম্যান হরিদাস কুমার ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন সুশান্ত দেব, বিশিষ্ট আইনজীবী নিতাই চৌধুরী, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় ব্যবসায়ী সমিতির সভাপতি রতন দেব প্রমুখ। বৈশাখী মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে ৬টি প্রদর্শনী মন্ডপ খােলা হয়েছে।