Hare to Whatsapp
উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের রাজধানীকে দিল্লির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে : কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২৩, : প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নির্দেশে উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের রাজধানীকে দিল্লির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মােদি প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই অঞ্চলে যে সমস্ত পরিষেবা ছিল না তা দ্রুত চালু করার জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। আজ রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে রেল ও খনিজ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে একথা বলেন। তিনি বলেন, দেশে যে ১১৫টি অ্যাসপিরেশনাল জেলা রয়েছে সেখানে নিয়মিত সফর করতে এবং উন্নয়নমূলক কাজকর্ম পর্যালােচনা করতে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রকের মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি আসাম ও ত্রিপুরা সফরে এসেছেন। আসামের বড়পেটায় তিনি জনপ্রতিনিধি এবং জনসাধারণের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মেরও খোঁজখবর নেন।
সাংবাদিক সম্মেলনে শ্রীদানভে বলেন, শিক্ষা, জাতীয় সড়ক, আদিবাসী উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে এই জেলা একসময়ে পিছিয়ে ছিল। এখন সেখানে এই সমস্ত বিষয়ের উল্লেখযােগ্য অগ্রগতি ঘটেছে। তিনি জানান, গতকাল আগরতলায় এনএফ রেলওয়ের আধিকারিকদের সঙ্গে রাজ্যে রেলের কাজকর্মের তিনি পর্যালােচনা করেছেন। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলােচনার মাধ্যমে ত্রিপুরায় মাল্টিমডেল ট্রান্সপাের্ট হাব বানাতে চাইছে। এটা হয়ে গেলে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরার মানুষের খুব উপকার হবে। এ বিষয়ে বাংলাদেশের দিক থেকে কাজকর্ম বাকি রয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলােচনা চলছে। তিনি বলেন, আগরতলা-আখাউড়া রুটে রেল চলাচল চালু হয়ে গেলে যাতায়াতের ক্ষেত্রেও এক নতুন দ্বার উন্মােচিত হবে। বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় কার্গোর কাজের পর্যালােচনাও করা হয়েছে। কাজ সন্তোষজনক গতিতে এগিয়ে চলেছে। এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগেই কাজটি শেষ করার জন্যও রেলের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে শ্রীদানভে জানান, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে রাজ্যের উন্নয়নের বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ যাতে রেল পরিষেবার সুফল আরও ভালােভাবে পেতে পারেন তারজন্য দাবি জানান। বিশেষ করে মুম্বাই পর্যন্ত রেল সার্ভিস চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলে রেল রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেললাইনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে শ্রীদানভে আশা প্রকাশ করেছেন। তিনি জানান, আখাউড়া স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে।