রাজ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১৮, : ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনা' বিদ্যুৎ সাশ্রয় এবং নিজস্ব পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে। ১৭ মার্চ জিরানীয়া মহকুমার রাণীরগাও বিদ্যালয় প্রাঙ্গণে পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার রেজিস্ট্রেশান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি সকলকে এই যোজনার সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এই যোজনার মূল উদ্দেশ্য হল বাড়ির ছাদ ব্যবহার করে আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করা। তিনি বলেন, দেশের প্রতিটি বিদ্যুৎ গ্রাহকের সুবিধার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই যোজনার সূচনা করেছেন। এই প্ল্যান্ট স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী সরকারি ভর্তুকী দেওয়া হচ্ছে। তিন কিলোওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৮৫ হাজার ৮০০ টাকা পর্যন্ত ভর্তুকী দেওয়া হবে। এছাড়া আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের ১ কিলোওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৬৫ হাজার টাকা ব্যয় হলে ৩৩ হাজার টাকা ভর্তুকী দেওয়া হবে। ২ কিলোওয়াটের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকার মতো ব্যয় হলে ৬৬ হাজার টাকা ভর্তুকী দেওয়া হবে।

তিনি বলেন, ১ কিলোওয়াট সোলার প্ল্যান্ট থেকে প্রতিমাসে প্রায় ১০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়। এতে নিজের বাড়ির বিদ্যুৎ সাশ্রয় যেমন হয় তেমনি বাড়তি বিদ্যুৎ বিক্রয় করে নিজস্ব আয়ও বাড়ানো যায়। তিনি বলেন, বাড়ির ছাদ, উঠান, টিনের চাল যেকোন স্থানে এই প্ল্যান্ট বসানো যায়। একটি প্ল্যান্টের মেয়াদ প্রায় ২৫ বছর। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, সারা দেশের সাথে আমাদের রাজ্যের মানুষকেও এই যোজনার সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত করতে রাজ্যের বিভিন্ন স্থানে শিবির করা হচ্ছে। তিনি বলেন, চলতি অর্থবছরে রাজ্যে ৫০ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ত্রিপুরার প্রথম এই যোজনার সুবিধাভোগী সাধন বৈদ্যের সাথে সোলার প্ল্যান্ট স্থাপনের সুবিধা নিয়ে কথা বলেন ও রেজিস্ট্রেশান ক্যাম্পের স্টলগুলিও পরিদর্শন করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.