Hare to Whatsapp
হাল্লাবোল টিভি চ্যানেল অফিসে অগ্নিকান্ডের ঘটনার তদন্তের দাবী জানালো অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২১, : গত ২০ এপ্রিল বুধবার ভোর রাতে আগরতলা প্যালেস কম্পাউন্ড এলাকায় হাল্লাবোল টিভি চ্যানেল অফিসে এক বিধ্বংসী অগ্নি দুর্ঘটনা ঘটে। ঘটনায় অফিসের সবকটি কক্ষেই আগুন লেগে সমস্ত যন্ত্রপাতি আসবাবপত্র পুড়ে যায়। বর্তমানে টিভি চ্যানেল হাল্লাবোলে'র পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট'স এর একটি প্রতিনিধি দল বুধবার দুর্ঘটনাগ্রস্ত হাল্লাবোল অফিসটি পরিদর্শন করেন এবং সংস্থার প্রধান প্রশান্ত ভট্টাচার্যের কাছ থেকে বিস্তারিত খোঁজ খবর নেন। প্রশান্ত ভট্টাচার্য ঘটনাটি নাশকতা মূলক আক্রমণ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন। এই অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট'স একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে ঘটনার প্রকৃত কারন প্রকাশ করতে সরকার ও প্রশাসনের কাছে দাবি করছে।
এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বৃন্দামা টিলা এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে সাংবাদিক কলেন্দ্র ত্রিপুরা গুরুতর আহত হয়েছেন। গত ১৩ এপ্রিল সংবাদ সংগ্রহ করতে গেলে ধনমোহন ত্রিপুরা কলেন্দ্র ত্রিপুরার উপর প্রথম আক্রমণ করে। ঘটনা বিলোনিয়া থানা জানালে থানা উভয়পক্ষকে ডেকে চাপ সৃষ্টি করে এবং ঘটনা মীমাংসা করিয়ে দেয়। এরপরই দ্বিতীয় হামলার সাহস করে অভিযুক্ত ধনমোহন ত্রিপুরা। সাংবাদিক কলেন্দ্র ত্রিপুরাকে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণনাশের চেষ্টা করা হয়। বর্তমানে ওই সাংবাদিক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট'স এই ঘটনায় দোষীকে অবিলম্বে গ্রেফতার সহ আহত সাংবাদিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে দাবি করছে।