Hare to Whatsapp

রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবাকে আধুনিকিকরণ করা হচ্ছে : শ্রম মন্ত্রী

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ২০, : অসুস্থ হয়ে নিজের চিকিৎসা করানাের চাইতে নিজেকে কিভাবে সুস্থ রাখা যায় তার জন্য অধিক গুরুত্ব দিতে হবে। সেজন্য আমাদের প্রতিদিনের জীবন শৈলীকেও সেভাবে সাজাতে হবে। খাদ্যভাস, শরীর চর্চার দিকে নজর দিতে হবে। তবেই আমরা সুস্থ থাকব। লালজুরি গ্রামপঞ্চায়েতে নােয়াগাও বুনিয়াদি হাইস্কুলে ১৯ এপ্রিল কুমারঘাট ব্লকভিত্তিক স্বাস্থ্যমেলা-২০২২ এর উদ্বোধন করে একথা বলেন তপশিলী জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। স্বাস্থ্যমেলা উপলক্ষে নােয়াগাও বুনিয়াদি হাই স্কুলের মাঠে স্বাস্থ্য দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর উনকোটি জেলা দিব্যাঙ্গজন পূনর্বাসন কেন্দ্র থেকে অনেকগুলি স্টল খােলা হয়। এছাড়া প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যােজনায় ই-কার্ড করার জন্য সিআরসি’র একটি স্টলও খােলা হয়। স্বাস্থ্য দপ্তরের স্টলগুলাে থেকে। বিভিন্ন রােগ নিরাময়ের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে রােগীদের ঔষধও প্রদান করা হয়।

স্বাস্থ্যমেলার উদ্বোধন করে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস আরও বলেন, শরীর সুস্থ রাখতে হলে বিশুদ্ধ পানীয় জল পান করার অভ্যাস করতে হবে। প্রামাঞ্চলে অপরিশ্রত পানীয় জল ব্যবহারের ফলে অনেক রােগের সৃষ্টি হয়। তিনি বলেন, রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবাকে আধুনিকিকরণ করা হচ্ছে। অনেক উন্নতমানের চিকিৎসা এখন ত্রিপুরাতেই হয়। ফলে চিকিৎসার জন্য এখান থেকে রােগীদের বহি:রাজ্যে যাওয়ার প্রবণতাও অনেকাংশে কমে গেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস বলেন, এবছর বাজেটে রাজ্য সরকার স্বাস্থ্য খাতে গত অর্থবছরের চাইতে দ্বিগুণ অর্থের সংস্থান রেখেছে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে আলাদা হাসপাতাল তৈরী করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি জেলায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এটাই হল সবার সেবায় প্রকৃত উন্নয়ন। স্বাস্থ্য মেলায় এছাড়া বক্তব্য রাখেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য নীলকান্ত সিনহা, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথ। সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস। স্বাগত ভাষণ রাখেন সি এম ও ডা. জে বি ডার্লং।

স্বাস্থ্যমেলায় শ্রম মন্ত্রী ভগবান চন্দ্র দাস রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কৈলাসহর জেলা কারাগার ও কাঞ্চনবাড়ি অগ্নি নির্বাপক কেন্দ্রের তিনটি এম্বুলেন্স মানব সেবায় উৎসর্গ করেন। এছাড়া অতিথিগণ অনুষ্ঠান মঞ্চে কয়েকজন সুবিধাভােগীর হাতে আয়ুষ্মান ভারতের ই-কার্ড তুলে দেন। উল্লেখ্য, এদিন জেলার বাকী তিনটি ব্লক পেঁচারথল, গৌরনগর ও চন্ডিপুরেও অনুরূপ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। পেঁচারথল ব্লকের বাগাইছড়ায় স্বাস্থ্যমেলায় কৃষ্ণটিলা ও মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য আরও দুটি অ্যাম্বুলেন্স মানব সেবায় উৎসর্গ করা হয়েছে বলে সি এম ও ডা. জে বি ডার্লং জানিয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.