Hare to Whatsapp

সমাজের প্রত্যেক অংশের মানুষের অধিকারকে সুনিশ্চিত করার কারিগর হলেন ড. বি আর আম্বেদকর : কৃষিমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ২০, : তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং গােমতী জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ এপ্রিল উদয়পুর টাউন হলে উদযাপন করা হয় ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের ১৩২ তম। জন্মজয়ন্তী। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডঃ বি আর আম্বেদকর ছিলেন একাধারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। এককথায় পন্ডিত ব্যক্তি। জহরলাল নেহেরুর মন্ত্রিসভায় তিনি ছিলেন আইন মন্ত্রী। তিনি ভারতবর্ষের সংবিধান রচনার প্রাণপুরুষ। তিনি ছিলেন জাতপাতের ঊর্ধ্বে। সমাজে সকল অংশের বিশেষ করে পিছিয়েপড়া মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য সংবিধানে যথােপযুক্ত ব্যবস্থা করে গেছেন। তিনি ছাত্র ছাত্রীদের ডঃ বি আর আম্বেদকর এর আদর্শ ও জীবনকে অনুসরণ করে চলার জন্য পরামর্শ দেন। তিনি বলেন, বি আর আম্বেদকর কখনােই হিংসা, অস্পৃশ্যতায় বিশ্বাসী ছিলেন না। তিনি ছাত্রছাত্রীদের সংবিধান প্রদত্ত সুযােগসুবিধাগুলি গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরামর্শ দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গােমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন ডঃ বি আর আম্বেদকর এর আদর্শকে জীবনে পাথেয় করে চললে সমাজে হিংসা বিদ্বেষ থাকবে না। সমাজের প্রত্যেক অংশের মানুষের অধিকারকে সুনিশ্চিত করার কারিগর হলেন তিনি। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক তথা এস সি কর্পোরেশনের চেয়ারম্যান রঞ্জিত দাস। তিনি বলেন, শােষিত বঞ্চিত মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য ড. আম্বেদকর সংগ্রাম করে গেছেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গােমতী জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা পঙ্কজ চক্রবর্তী। সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। এছাড়া নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র আলিমুল ইসলাম ও অনুপম রায় ডঃ বি আর আম্বেদকরের জীবনীর উপর আলােচনা করেন। বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়ােজিত যােগা প্রতিযােগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। এদিন শুরুতেই উপস্থিত অতিথিগণ ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, জেলা কল্যাণ আধিকারিকসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.