Hare to Whatsapp
জ্ঞানের প্রদীপ জ্বালায় বইমেলা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৮, : বইমেলার কোন বিকল্প হয় না। বইমেলা মানে জ্ঞানের মেলা। জ্ঞানের প্রদীপ জ্বালায় বইমেলা। ১৭ এপ্রিল উদয়পুর কে বি আই প্রাঙ্গণে গােমতী জেলা ভিত্তিক বইমেলার উদ্বোধন করে এই কথা বলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, বইমেলার সঙ্গে অন্যকোন মেলার তুলনা হয়না। ছাত্র-ছাত্রী, লেখক লেখিকা, গবেষক, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা সহ সব অংশের মানুষের মিলন ক্ষেত্র হলাে এই বইমেলা। তিনি বলেন জ্ঞানের পরিধি বিশাল। এই পরিধিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সাব্রুম অথবা কাঞ্চনপুর থেকে মানুষ আগরতলায় এসে বই কিনতে অসুবিধায় পড়তেন। তাই জেলায় জেলায় বইমেলার আয়ােজন করা হচ্ছে। তাছাড়া বইমেলাতে প্রত্যেকের অংশগ্রহণ দরকার। তিনি বলেন আধুনিকতার ছোঁয়ায় অতীতকে ভুলে গেলে চলবে না। অতীতকে জানতে হলে বই পড়তে হবে। আগামী দিনে এই বইমেলাকে মহকুমা স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এর আগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোনদিন জেলাভিত্তিক বইমেলা হয়নি। এবারই প্রথম।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, ইতিহাসকে জানতে হবে। আর ইতিহাসকে জানতে হলে আসতে হবে বই মেলায়। কিনতে হবে বই। তিনি বলেন, ইতিমধ্যে ঊনকোটি, ধলাই, উত্তর ত্রিপুরা, খােয়াই এবং দক্ষিণ জেলায় বইমেলা সম্পন্ন হয়েছে। গােমতী জেলাভিত্তিক বইমেলা আয়ােজন করার জন্য তিনি স্থানীয় প্রশাসন, উদয়পুর পুর পরিষদ, গােমতী জিলা পরিষদ সহ মেলার সঙ্গে যুক্ত সকল দপ্তরকে ধন্যবাদ জানান। আগরতলা বইমেলাতে বাংলাদেশ উত্তর-পূর্বাঞ্চল সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে মােট ১৬০ টির মত স্টল খােলা হয়েছিল বলে তিনি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি গােমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন, বইমেলার গভীরতা অনেক বেশি। বইমেলা মননের মেলা। জ্ঞান অর্জনের মেলা। সামাজিক মূল্যবােধ গড়ে তােলার জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবী যত এগােচ্ছে তার মূলে বই। বইয়ের গুরুত্ব বুঝলেই বইমেলার সার্থকতা আসবে। অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিধায়ক বিপ্লব কুমার ঘােষ বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজীর সঙ্গে কথা জানতে হলে আসতে হবে বইমেলায়। কিনতে হবে তাঁদের লেখা বই। সম্মানিত অতিথি বিধায়ক রঞ্জিত দাস বলেন, বইমেলার তাৎপর্য অন্যান্য মেলার থেকে আলাদা। এখানে বিদ্বান ব্যাক্তিদের সমাগম ঘটে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অভিষেক দেবরায়।