Hare to Whatsapp
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চাই নারী ক্ষমতায়ণ : উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৭, : রাজ্যের মা বােনদের এখন নিজেদের ও পরিবারের নানা সহায়তার জন্য দাবি আদায়ে রােদ বৃষ্টিতে পথে নামতে হয় না। মিছিল করতে হয় না। বর্তমান সরকার বিশেষ করে গ্রামীণ এলাকার মা বােনদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করে আসছে। বর্তমান সরকার চায় মহিলাদের স্বশক্তিকরণ। সম্প্রতি চড়িলাম ব্লকের লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। উপমুখ্যমন্ত্রী বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চাই নারীদের সর্বক্ষেত্রে ক্ষমতায়ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীও বলেছেন, মা বােনদের ক্ষমতায়ণের মধ্য দিয়েই এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়া সম্ভব। নিজেদের দ্রুত আর্থিকভাবে স্বনির্ভর হতে, স্বচ্ছল হতে গ্রামীণ মহিলাদের সঙ্ঘবদ্ধভাবে এগিয়ে এসে বিভিন্ন সরকারি সহায়তা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে হবে। নারীদের অগ্রগতির জন্য সরকার সব ধরণের সহায়তা করতে প্রস্তুত।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জিলা পরিষদের সদস্যা কাকলি দেব, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ সহ অন্যান্যরা। ব্লক এলাকার ২০০ জন মহিলার হাতে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা আনুষ্ঠানিকভাবে ২০ জনের হাতে সেলাই মেশিন তুলেদেন।