রাজ্য সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মার্চ ১৫, : রাজ্য সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। উন্নত প্রাতিষ্ঠানিক পরিবেশের পাশাপাশি শিক্ষার্থীদের গুনগত শিক্ষা প্রদানে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। ২০১৮ সালের পর থেকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে সুপার ৩০, লক্ষ্য, সি এম সাথ ইত্যাদি সরকারের গৃহিত উদ্যোগসমূহ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করছে। পাশাপাশি সরকারি ডিগ্রি কলেজগুলিতে ছাত্রীদের ভর্তি সহ বিভিন্ন ফি মকুব করায় গ্রস এনরোলমেন্ট রেশিও বেড়েছে। ১৪ মার্চ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে উচ্চশিক্ষা দপ্তর আয়োজিত মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য স্কুটি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা মহিলা ক্ষমতায়ণে সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ। এর ফলে মেয়েদের উচ্চশিক্ষায় আরও আগ্রহ বাড়বে। এই প্রকল্পে এবছর ১৪০ জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় বীমা এবং রেজিস্ট্রেশন সহ প্রত্যেক যোগ্য ছাত্রীকে একটি স্কুটি প্রদান করা হবে। এই প্রকল্পে সুবিধা গ্রহণের জন্য ছাত্রীকে ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্ত যেকোন সরকারি (সাধারণ) ডিগ্রি কলেজের যেকোন স্নাতক কোর্সের প্রথম সেমিস্টারে পাঠরত হতে হবে। ছাত্রীকে টিবিএসই বা সিবিএসই দ্বারা পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৮০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং আবেদনকারীর অবশ্যই স্থায়ী বসবাসের প্রমাণপত্র থাকতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্কুটি প্রাপক ছাত্রীদেরকে সতর্কতা অবলম্বন করে স্কুটি চালানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দিব্যাঙ্গ দৃষ্টিহীন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে চিফ মিনিস্টারস স্পেশাল স্কলারশীপ চালু করা হয়েছে। পাশাপাশি পিপিপি মডেলে জিরানীয়ায় আইন কলেজ, সমস্ত ডিগ্রি এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবা প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যে ধাম্মা দীপা ইন্টারন্যাশানাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং আর্যভট্ট ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি চালু করা সহ উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোগ নেওয়ার ফলে ত্রিপুরা অচিরেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে এডুকেশন হাবে পরিনত হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০২৩-২৪ সাল থেকে নতুন জাতীয় শিক্ষানীতি ত্রিপুরার কলেজগুলিতে চালু করা হয়েছে। ‘লক্ষ্য” প্রকল্পে এখন পর্যন্ত ১০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আগরতলায় আইআইআইটি, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি চালু সহ টিআইটি-তে ড্রোন সেন্টার স্থাপন করা হয়েছে।

উইমেন্স পলিটেকনিক, খুমুলুঙ এর টিটিএএডিসি পলিটেকনিক এবং ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিকে পাঠরত শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইংরেজি কমিউনিকেশন স্কিল কোর্স চালু করা হয়েছে। তিনি বলেন, ২৫টি জেনারেল ডিগ্রি কলেজের মধ্যে ২২টি কলেজ ন্যাক দ্বারা স্বীকৃত হয়েছে। শচীন দেববর্মণ মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজটিও ন্যাক দ্বারা স্বীকৃত। গন্ডাছড়ায় সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রীদের জন্য ৫০ শয্যাবিশিষ্ট একটি হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছে। তাছাড়াও মুখ্যমন্ত্রী এদিন মহিলা ক্ষমতায়ন, তাদের আর্থসামাজিক মানোয়ন্নয়ন ও সুরক্ষার প্রশ্নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগসমূহ বিশদভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। স্বাগত বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রীদেরকে স্কুটির চাবি এবং পরিবহণ দপ্তর কর্তৃক দেওয়া হেলমেট তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ উচ্চশিক্ষা দপ্তরের সাফল্য সম্বলিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.