Hare to Whatsapp

মানবতার বন্ধনকে দৃঢ় করাই হলাে মেলার প্রকৃত সাফল্য: তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ১৬, : মানবতার বন্ধনকে দৃঢ় করাই হলাে মেলার প্রকৃত সাফল্য। শিল্প, সংস্কৃতি ও মেলার মাধ্যমে জাতি, জনজাতি মানুষের মেলবন্ধন স্থাপিত হয়। রাজ্য সরকার মেলাগুলিতে আরও সরকারি সুযােগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে রাজ্যের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে। ১৫ এপ্রিল রাণীরবাজারস্থিত আসাম পাড়ায় দু’দিনব্যাপী শীতলা পূজা ও বৈশাখী মেলার উদ্বোধন করে একথা বলেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, এই মেলায় লােকের সমাগম ও মেলার গুরুত্ব অনুধাবন করে এবছর থেকে মেলাকে দু’দিন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের বাৎসরিক সাংস্কৃতিক কর্মসূচিতেও মেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

| বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের বহু মেলাকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়। উদ্দেশ্য একটাই রাজ্যের সাংস্কৃতিক মেলবন্ধন বৃদ্ধি করে ভ্রাতৃত্ববােধের বার্তা সকলস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। মেলা উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলও খােলা হয়। গতকাল এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লদাস ও ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কমার দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থ সারথী সাহা, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস সহ অন্যান্যরা।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.