Hare to Whatsapp
বাংলা নববর্ষের দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৬, : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১৫ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে পুজো দেন। পরে উপস্থিত সাংবাদিকদের মুখােমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নেতৃত্বে ত্রিপুরাকে বৈভবশালী রাজ্যরূপে গড়ার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে নিষ্ঠা, পরম্পরা ও কর্মসংস্কৃতির নীতি অবলম্বন করে চললে বৈভবশালী ত্রিপুরা গড়ে উঠবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপের কারণে দেশবাসী করােনার হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমানে সকলকে বিনামূল্যে করােনার টিকাকরণের মাধ্যমে আবার এক সাথে মিলিত হয়ে আনন্দ করার সুযােগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এরজন্য বাংলা নববর্ষের শুভদিনে মুখ্যমন্ত্রী সকলের মঙ্গল কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন। এদিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে মুখ্যমন্ত্রীর সাথে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উপস্থিত ছিলেন।