Hare to Whatsapp
জনজাতিদের ঐতিহ্যময় সংস্কৃতিই জাতি-জনজাতি মানুষদের এক সুত্রে বেঁধে রেখেছে : পর্যটনমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৫, : রাজ্যের জনজাতি গােষ্ঠীর মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। ঐতিহ্যময় এই সংস্কৃতিই জাতি-জনজাতি মানুষদের এক সূত্রে বেঁধে রেখেছে। জনজাতি সম্প্রদায়ের উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ মিলিত হন। ১৩ এপ্রিল অমরপুর ব্লকের পূর্ব সরবং ভিলেজের সুখচিমা পাড়ায় গড়িয়া উৎসবের উদ্বোধন করে একথা বলেন পর্যটনমন্ত্রী। উৎসবের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী শ্রী সিংরায় বলেন, জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার আন্তরিক। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, আমাদের রাজ্যে মিশ্র জনবসতির বাস। গড়িয়া উৎসবে শুধু জনজাতিরাই নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশ নেন। এতে উৎসব মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, এডিসি’র কার্যনির্বাহী সদস্য কমল কলই, এমডিসি, সওদাগর কলই, শান্তিকালী আশ্রমের স্বামী চিত্তরঞ্জন মহারাজ, মহকুমা শাসক বিজয় সিনহা প্রমুখ। সভাপতিত্ব করেন বিপ্ৰকুমার জমাতিয়া।