Hare to Whatsapp
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামাের উন্নয়নে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১৩, : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চল সার্কেলের চীফ জেনারেল ম্যানেজার আর এস রমেশ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার জীতেন্দ্র কান্ড ঠাকুর ১৩ এপ্রিল মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। তারা মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানান। সাক্ষাৎকার কালে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামাের উন্নয়নে বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য এস বি আই’র সিজিএম শ্রী রমেশ মুখ্যমন্ত্রীর হাতে ৭০ লক্ষ ৭ হাজার ৬০০ টাকার একটি চেক তুলে দেন। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে পূৰ্বোদয়া সামাজিক সংস্থাকে একটি ইকো ভ্যান গাড়ী দান করা হয়। সিজিএম শ্রী রমেশ গাড়ীর চাবি মখ্যমন্ত্রী ও পুর্বোদয়া সংস্থার সহকারি সচিব অভিষিক্তা লােধের হাতে তুলে দেন। সাক্ষাৎকার কালে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব তথা স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডা. দীপ দেববর্মা এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।