Hare to Whatsapp
মহিলাদের সার্বিক বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে :মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১০, : ত্রিপুরাকে স্বনির্ভর করতে হলে মহিলাদের স্বনির্ভর করতে হবে। তাই মহিলা স্বশক্তিকরণে সরকার অগ্রাধিকার দিয়েছে। রাজ্য সরকারের সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৯ এপ্রিল রাতে ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে বাসন্তীপূজা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। তিনি বলেন, মহিলাদের সার্বিক বিকাশে সরকার বহুমুখী কর্মসূচি নিয়েছে।
মুখ্যমন্ত্রী বাসন্তীপূজা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মা দূর্গা শক্তিদায়িনী ও অসূরনাশিনী। তাই রাজ্য সরকার চায় মহিলারা আত্মনির্ভর হয়ে উঠুক। সেই লক্ষ্যেই সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। প্রান্তিক ক্লাবের বাসন্তীপূজায় মুখ্যমন্ত্রী পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এর আগে মুখ্যমন্ত্রী ধলেশ্বরস্থিত শতদল সংঘের বাসন্তীপূজাও পরিদর্শন করেন। পুজো পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামােদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সমাজসেবী দীপক কর প্রমুখ। শতদল সংঘের মহিলা সদস্যরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার টাকার একটি চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।