Hare to Whatsapp
রাজ্যের গ্রামীণ বাজারগুলিকে সৌরশক্তির আলােকে সাজিয়ে তােলা হচ্ছে :উপমুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ১০, : গ্রামীণ বাজার আলােক জ্যোতি প্রকল্পে আজ ধলাই জেলার গঙ্গানগর বাজারে সােলার স্ট্রিট লাইট লাগানাে হয়েছে। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ৯ এপ্রিল এক অনুষ্ঠানে ফলক উন্মােচন করে এই কর্মসূচির উদ্বোধন করেন। আলােক জ্যোতি প্রকল্পের সূচনা করে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, রাজ্যের গ্রামীণ বাজারগুলিকে সৌরশক্তির আলােকে সাজিয়ে তােলা হচ্ছে। তিনি বলেন, রাজ্যের গ্রামীণ এলাকার বাজারগুলিতে ১৫ হাজার স্টিটলাইট লাগানাে হবে। এজন্য ব্যয় হবে ৪০ কোটি টাকা। এতে গ্রামীণ এলাকার বাজারগুলি সন্ধ্যার পর আলােকিত থাকবে। এর ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সুবিধা হবে। উল্লেখ্য, গঙ্গানগর বাজারে আজ আলােক জ্যোতি প্রকল্পে ১০৮টি সােলার স্ট্রিট লাইট লাগানাে হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২১ লক্ষ ৬০ হাজার টাকা।
উপমুখ্যমন্ত্রী বলেন, সরকার জনজাতি অধ্যুষিত এলাকা ও জনজাতি সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। অ্যাসপিরেশনাল ব্লকগুলিতে এমজিএনরেগায় একশ দিনের কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, গঙ্গানগরের মত প্রত্যন্ত এলাকার উন্নয়নে সরকার আন্তরিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, ট্রেডার যুগ্মঅধিকর্তা জি এস দাস, নাবার্ডের জেনারেল ম্যানেজার এম আর গােপাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গঙ্গানগর বিএসি’র চেয়ারম্যান গৌরাঙ্গ রিয়াং। স্বাগত বক্তব্য রাখেন ট্রেডার ডাইরেক্টার জেনারেল মহানন্দ দেববর্মা। ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেডার প্রকল্প অধিকর্তা স্বরাজ দেববর্মা।