Hare to Whatsapp
১৭ থেকে ১৯ এপ্রিল দ্বিতীয় ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৯, : আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যটন দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ প্রাঙ্গণে দ্বিতীয় ‘ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব’ অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই মিলন উৎসবে এপার বাংলাওপার বাংলার ট্যুর অপারেটর, হােটেল মালিক, পর্যটন আধিকারিক, স্বাধীনতা সংগ্রামী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও এই উৎসবে আমন্ত্রণ জানানাে হয়েছে উত্তর-পূর্ব ভারতের ট্যুর অপারেটর, পশ্চিমবঙ্গের ট্যুর অপারেটরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকেও। ১৭ এপ্রিল সন্ধ্যায় উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকবে দুই দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ। এই উৎসবকে সফল করার লক্ষ্যে আগামী ১৭ এপ্রিল সকাল ৭ টায় দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আগরতলা শহরে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য র্যালী। পাশাপাশি আগামী ১৭-১৯ এপ্রিল উজ্জয়ন্ত রাজপ্রাসাদ প্রাঙ্গণে চলবে রাজ্যের ‘রকমারী খাদ্য উৎসব।
১৮ এপ্রিল বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের ট্যুর অপারেটরদের নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলি বিশেষ করে ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান (চোত্তাখলা, বিলােনীয়া) সহ ছবিমুড়া, নীরমহল, সিপাহীজলা ও উদয়পুর ভ্রমণ করানাের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ১৯ এপ্রিল দুই দেশের মধ্যে পর্যটন শিল্পের এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে ট্যুর অপারেটর, হােটেল মালিক এবং দুই দেশের পর্যটন আধিকারিকগণ মতবিনিময় সভায় মিলিত হবেন গীতাঞ্জলি পর্যটন আবাসের মিলনায়তনে। এই সার্বিক কর্মসূচির মাধ্যমে রাজ্যের পর্যটন সম্ভার ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরা হবে। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এমডি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।