Share Whatsapp

উত্তর ত্রিপুরা- উনকোটি- ধলাই জেলার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

By Our Correspondent

আগরতলা, এপ্রিল ৭, : দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং ধলাই জেলা পিছিয়ে ছিল। এই তিন জেলায় উন্নয়নমূলক কাজ না করার একটা প্রবণতা ছিল আগে। কিন্তু ২০১৮ সালে নতুন সরকার গঠন হওয়ার পর উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এই তিন জেলার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজ। উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার অন্যতম দৃষ্টান্তই আজকের এই শিল্প পরিকাঠামাের উন্নয়ন। ৬ এপ্রিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মিশনটিলায় শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে শিল্প পরিকাঠামাে উন্নয়নে নবনির্মিত ইন্ডাস্ট্রিয়াল শেডের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আগে যুবকদের কাজের সুযােগ ছিল না। কিন্তু বর্তমান সরকার ২০১৯-২০ সালে এমএসএমই প্রকল্পে এই শিল্প ইউনিটটি স্থাপনের জন্য ১০ কোটি ১৯ লক্ষ টাকা অনুমােদনের জন্য প্রস্তাব পাঠিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি এই প্রকল্পটির অনুমােদন দিয়েছেন। এরফলে এখানে এই শিল্প ইউনিটটি গড়ে তােলা হয়েছে। ত্রিপুরার সার্বিক উন্নয়নে এই শিল্প ইউনিটও ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, উত্তর ত্রিপুরা জেলা আগর চাষের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। একসময় এই আগর অবৈধভাবে রাজ্যের বাইরে চলে যেতাে। ফলত রাজ্যের আগরচাষীরা তার মূল সুবিধাগুলি পেতাে না। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের আগরচাষীদের লাভবান করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই শিল্প ইউনিটটি গড়ে তােলার ফলে উত্তর জেলার জনগণের সার্বিকভাবে উন্নয়ন হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। বাউন্ডারি ওয়ালে ঘেরা এই শিল্প ইউনিটে চারটি বড় আকারের ইন্ডাস্ট্রিয়াল শেড, প্রশাসনিক ভবন, সােলার লাইট, জলের ব্যবস্থা ইত্যাদি রয়েছে। প্রশাসনিক ভবনে ব্যাঙ্ক, পােস্ট অফিস, এটিএম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কক্ষ, সভাকক্ষ ইত্যাদি ব্যবস্থা গড়ে তােলার পরিকাঠামাে রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী ধর্মনগরের দেওয়ানপাশাতে একটি এগ্রোটেক মডার্ন রাইস মিলের উদ্বোধন করেন। ৬ একর জমিতে অত্যাধুনিক প্রযুক্তিতে এই রাইসমিল স্থাপন করতে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা। ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যােজনায় গড়ে উঠা এই অত্যাধুনিক রাইসমিলটি প্রতিদিন ১৬০ মেট্রিকটন চাল উৎপাদন ক্ষমতা সম্পন্ন। এই প্রকল্পটির মাধ্যমে এলাকার প্রায় ৬০০ কৃষক উপকৃত হবে। এছাড়া এই প্রকল্পটিতে সরাসরি ৮০ জন বেকার কাজের সুযােগ পেতে পারেন। এই প্রকপে ৫ কোটি টাকা ভর্তুকি রয়েছে। রাইসমিলটি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার কৃষকদের থেকে সহায়কমূল্যে ধান ক্রয় করছে। কৃষকদের আয় বাড়ানাের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, কৃষকদের আয় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পটিতে এলাকার কৃষকরা লাভবান হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। এদিন দুটি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায়, বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা স্বপ্ন দেবনাথ, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.