Hare to Whatsapp
বইমেলা হলাে ইতিহাস, ভবিষ্যৎ এবং বর্তমানকে জানার মেলা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ৪, : শিল্পীরা তাদের মনের ভাব শিল্প কলার মাধ্যমে ফুটিয়ে তােলেন যা সভ্যতা ও সংস্কৃতিকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 2 এপ্রিল তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহােৎসব এবং ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়ােজিত চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী এবং চারদিনব্যাপী কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়ােজিত ৪০তম আগরতলা বইমেলায় গত ৩০ মার্চ থেকে এই কর্মশালার আয়ােজন করা হয়। এতে ৫০ জন চিত্রশিল্পী ও ২৫ জন ভাস্কর্য শিল্পী অংশগ্রহণ করেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, বইমেলা হলাে ইতিহাস, ভবিষ্যৎ এবং বর্তমানকে জানার মেলা। নতুন এবং পুরানের সংমিশ্রণে এবারের বইমেলাকে নতুন ভাবনায় আয়ােজন করা হয়েছে। বইয়ের মাধ্যমে জ্ঞান আহরণের যে স্পৃহা তা যে গুরুত্ব হারায়নি আজকের বইমেলার নবম দিনে বিশাল জনসমাগমই এর ইঙ্গিত বহন করে। মানুষ বইমেলাতে মুক্ত চিন্তাধারা নিয়ে অংশগ্রহণ করছেন। তা একটি ইতিবাচক দিক। তিনি আরও বলেন, আগরতলা শহরের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান রাজ্য সরকারও আগরতলাকে স্মার্ট সিটিতে রূপান্তর করার জন্য সচেষ্ট রয়েছে। তিনি আশা প্রকাশ করেন সরকারের এই উদ্যোগের ফলে ছােট্ট রাজ্য ত্রিপুরার সুপ্ত প্রতিভাগুলি বহিরাজ্য এবং বিদেশেও সমাদৃত হবে।