Hare to Whatsapp
আইপিএফটির সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা-র অভিযোগ রূপাইছড়িতে বিজেপি সমর্থকদের দ্বারা ৮ আইপিএফটি সমর্থক আক্রান্ত
By Our Correspondent
আগরতলা, মার্চ ১১, : আইপিএফটির সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা অভিযোগ করেছেন সি পি এম-এর দলত্যাগী সদস্যরা যারা বিজেপি দলে যোগ দিচ্ছেন তারাই মূলত আইপিএফটি-র কর্মী সমর্থকদের উপর সবচেয়ে বেশী আক্রমন করে চলেছেন। গত ৯ই মার্চ রূপাইছড়ির বিষ্ণুপুর এডিসি ভিলেজে আইপিএফটির কর্মী সমর্থকদের উপর একটি হামলা সংঘটিত হয়েছে। হামলাকারী ১৮ জনকে আইপিএফটির স্থানীয় নেতৃত্বে চিহ্নিত করেছেন। এবং দেখা গেছে হামলাকারীরা সবাই সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছে।
আইপিএফটি-র সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মার মতে, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে যদি এক্ষুনিই দলের তথাকথিত এসব সদস্যদের না সামলান তাহলে অদূর ভবিষ্যতে এর ফল ভয়ানক হতে পারে।
দলের রূপাইছড়ির এডিসি ভিলেজ কমিটির চেয়ারম্যান ধনঞ্জয় ত্রিপুরার মতে, গত ৯ই মার্চ সংঘটিত ঘটনার পর তারা স্থানীয় আউট পোস্টে এফ আই আর করতে চেয়েছিলেন। কিন্তু ওসি নেই অজুহাতে এফ আই আর নেওয়া হয়নি। গোটা বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবী করেছেন ধনঞ্জয় ত্রিপুরা।