Hare to Whatsapp
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত
By Our Correspondent
আগরতলা, এপ্রিল ২, : শিক্ষা দপ্তরের অধীনে ৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়ােগ করা হবে। এরমধ্যে সােসিওলজি স্নাতকোত্তর শিক্ষকের জন্য পদ ৭৫টি, সাইকোলজির জন্য ৭৫টি, জিওগ্রাফির জন্য ৭৫টি এবং ইকোনমিক্সের জন্য রয়েছে ৭৫টি পদ। এর বাইরেও ৬৪ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়ােগ করা হবে। এছাড়াও স্নাতক শিক্ষকের ১৭৫ টি পদ পূরণ করা হবে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের সংবাদ জানান। মন্ত্রিসভার আরও কিছু সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ১৪৩ জন ল্যাবেরােটরি টেকনিশিয়ান নিয়ােগ করা হবে। এতে আগামীতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নতি ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, শিক্ষা দপ্তরে ৩৪৮টি স্পেশাল এডুকেটর পদ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রিসভার আজকের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরও জানান, নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনােলজিতে প্রিন্সিপাল পদটিও পূরণ করা হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং যেসব যুবক যুবতীরা স্টার্ট আপ করতে ইচ্ছুক কিন্তু অর্থের সমস্যা রয়েছে তাদের কথা ভেবে রাজ্য সরকার ৫০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ১৫ কোটি টাকা বহন করবে রাজ্য সরকার, ১০ কোটি টাকা করবে সিডবি এবং বাকি ২৫ কোটি টাকা অন্যান্য সংস্থা থেকে সংগ্রহ করা হবে। তথ্যমন্ত্রী জানান, ইচ্ছক বেকাররা তাদের ডিপিআর জমা দেবে এবং সরকার সেই ডিপিআর বিচার বিশ্লেষণ করার পর বিনা সুদে ফান্ড থেকে ঋণ দেওয়া হবে।