Hare to Whatsapp
রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ৩১, : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩০ মার্চ তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে তেলিয়ামুড়া মহকুমাভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলাঙ্গম ডান্স একাডেমির যৌথ উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুরপরিষদের সহযােগিতায় আয়ােজিত বসন্ত উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি, বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, আসাম রাইফেলস হাইস্কুলের অধ্যক্ষ অঞ্জনা রাঙ্খল প্রমুখ। উদ্বোধকের বক্তব্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর বছরব্যাপী যে সকল অনুষ্ঠান করে থাকে তার অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। এই উৎসব মানেই প্রাণে মনে আনন্দের দোলা। বসন্ত উৎসব আজ সমগ্র বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে। আমাদের দেশে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে তারই চিত্র ধরা পড়ে বসন্ত উৎসবে। জাতি ধর্ম নির্বিশেষে বসন্ত উৎসবে মানুষ অংশগ্রহণ করে। তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সকলের সাংস্কৃতিক মেলবন্ধন, ঐক্য একান্ত প্রয়ােজনীয়। বিধায়ক কল্যাণী রায়ও বসন্ত উৎসবের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা নাচ, গান ইত্যাদি পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার এবং স্বাগত ভাষণ দেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল।