Hare to Whatsapp
ধলেশ্বরে সাধারন নাগরিকদের সাথে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৮, : সাধারণ নাগরিকদের সাথে আজ ধলেশ্বরস্থিত স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার কাঁঠাল আন্তর্জাতিক বাজারে রপ্তানির বিষয়টি স্থান করে নেয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। মন কি বাত অনুষ্ঠান শােনার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এর আগেও ত্রিপুরার বাঁশের বােতল সহ বিভিন্ন বিষয় স্থান করে নিয়েছিল মন কি বাত-এ। সঠিক ব্যবস্থা গ্রহণের ফলে ত্রিপুরায় উপলব্ধ সম্ভাবনাময় বিভিন্ন পণ্যের বাণিজ্যিক চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক সম্ভাবনাময় ত্রিপুরার কাঠাল, বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় জাতীয় গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে কদর অর্জন করছে। মুখ্যমন্ত্রী বলেন, কাঁঠালের বাণিজ্যিক দিক বিগত দিনে উপেক্ষিত ছিল। কিন্তু বর্তমানে সঠিক পদক্ষেপ গ্রহণের ফলে কুইন আনারস, এলাচি লেবু, বাঁশের বােতল, অন্যান্য সামগ্রী আন্তর্জাতিক বাজারে পৌঁছে গেছে। এর আগেও রাজ্যের বিভিন্ন ইতিবাচক বিষয় মন কি বাত অনুষ্ঠানে আলােচনার মাধ্যমে প্রচারের ফলে সর্বত্র পরিচিতি পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রচারের ফলে রাজ্যের কাঁঠালের চাহিদা বাড়লে কাঁঠাল উৎপাদকগণ আরও উৎসাহিত হবেন এবং এর মাধ্যমে আত্মনির্ভরতার পথ প্রশস্থ হবে।